জিম্বাবুয়ে সিরিজে কোনো পরীক্ষা চালাবে না বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সিরিজে কোনো পরীক্ষা চালাবে না বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজে কোনো পরীক্ষা চালাবে না বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজে কোনো পরীক্ষা চালাবে না বাংলাদেশ

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে সময় বাকি কেবল ৩০ দিন। চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের অভিযান। এই সিরিজ চলার মাঝেই বিশ্বকাপের স্কোয়াড জানাবে বিসিবি। চট্টগ্রামে আসা ১৫ সদস্যের স্কোয়াডের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ। অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে এবারই শান্ত যাচ্ছেন মেগা কোনো ইভেন্টে। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফর্ম্যান্স করে বিশ্বকাপ অভিযানে যেতে চায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তারা বিবেচনায় আছেন বিশ্বকাপ স্কোয়াডের জন্যও।

অলরাউন্ডার সাইফউদ্দিন ইস্যুতে প্রশ্ন ওঠতেই অধিনায়ক শান্ত বললেন, 'সাইফউদ্দিন অবশ্যই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর জন্য ভালো সুযোগ। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করেন, তাসকিন, তানজিম সাকিব, রিশাদ, এমনকি শরিফুল – সবাই কিন্তু ব্যাটিং করতে পারে। সমন্বয়ের দিক থেকে আমরা কিন্তু ভালো জায়গায় আছি। সে দলে সুযোগ পায়, তাহলে অবশ্যই দলের জন্য ভালো হবে। সে যদি সেরাটা দিতে পারে, তাহলে দল উপকৃত হবে।'

অধিনায়ক হিসেবে শান্তর প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে এই সিরিজ তাই তার কাছে বেশ গুরুত্বপূর্ণ।

'প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ টা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপেবল এই দলকে হারানোর জন্য। প্রস্তুতি বলব না। আমি বলব সুন্দর প্রস্তুতি এবং কোন কোন জায়গায় ভালো প্রস্তুতি নিয়ে যেন আমরা বিশ্বকাপে যেতে পারি।'