টস জিতলেন শান্ত, জাকের আলির অভিষেক

টস জিতলেন শান্ত, জাকের আলির অভিষেক
টস জিতলেন শান্ত, জাকের আলির অভিষেক
সিরিজেও বাংলাদেশ পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। প্রথম ওয়ানডেতে হারের কারণে বাংলাদেশ দলের সামনে এবার সিরিজ বাঁচানোর লড়াই। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবেন নাজমুল হোসেন শান্তরা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাকের আলির ওয়ানডে অভিষেক, রিশাদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ।
ইনজুরির কারণে অভিজ্ঞ মুশফিকুর রহমি ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সুযোগ পেলেন জাকের আলি অনিক। টি-টোয়েন্টি, টেস্টের পর এবার ওয়ানডেতেও জাকের আলির স্বপ্নের মতো অভিষেক।
বাংলাদেশের সেরা একাদশে দুই পরিবর্তন। জাকের আলির অভিষেক ছাড়া একাদশে ফিরলেন নাসুম আহমেদ। বাদ পড়লেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিপরীতে, অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ জয়ের মিশনে নামছে আফগানিস্তান দল। আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবেন আফগানরা।
বাংলাদেশ এই ম্যাচ জিততে না পারলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। যা হলে এক প্রতিপক্ষের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ হারের তিক্ত স্বাদ পাবে। ২০২৩ সালে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আজ আফগানদের সিরিজ জয়, নাকি টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প- সেটিই দেখার বিষয়।
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটকিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গাজানফার, ফজলহক ফারুকি।