Image

বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বাংলাদেশ দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী শনিবার, ১৭ মে ও সোমবার, ১৯ মে — উভয় ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত দলের টি-টোয়েন্টি স্কোয়াড:

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ান্স শর্মা, আসিফ খান, ধ্রুভ পরাশর, ইথান ডি'সুজা, হায়দার আলী, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা এবং সিমরনজিত সিং।

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ – সম্প্রচার তথ্য:

বাংলাদেশ: টি-স্পোর্টস
ভারত: ফ্যানকোড
মেনা অঞ্চল: ক্রিকবাজ
পাকিস্তান: জিও সুপার
যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি
বিশ্বব্যাপী: স্পোর্টসআই / ইউটিউব

ম্যাচ টিকিটের মূল্য (১৭ ও ১৯ মে’র জন্য):

সাধারণ গ্যালারি: ৩০ দিরহাম
গোল্ড/প্লাটিনাম: ৭৫ দিরহাম
ভিআইপি বক্স: ২০০ দিরহাম

টিকিট পাওয়া যাবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসে। ম্যাচ দুদিনে স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল ৫টা থেকে।

ইউএই বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ সূচি:

শনিবার, ১৭ মে: প্রথম টি-টোয়েন্টি – রাত ৭টা, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

সোমবার, ১৯ মে: দ্বিতীয় টি-টোয়েন্টি – রাত ৭টা, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম

Details Bottom
Details ad One
Details Two
Details Three