Image

ড্যারিল মিচেলের পরিবর্তে পিএসএলে সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ড্যারিল মিচেলের পরিবর্তে পিএসএলে সাকিব আল হাসান

ড্যারিল মিচেলের পরিবর্তে পিএসএলে সাকিব আল হাসান

ড্যারিল মিচেলের পরিবর্তে পিএসএলে সাকিব আল হাসান

রিশাদ হোসেনের কথা'ই সত্য হলো- ড্যারিল মিচেল যাবেন না পাকিস্তানে। তার পরিবর্তে পিএসএলের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান।

আজ এক বিবৃতিতে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। তিনি ড্যারিল মিচেলের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি করাচির বিপক্ষে আমাদের ঘরের মাঠের খেলায় হাতের ইনজুরির কারণে ছিটকে পড়েন।

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার সাকিব। বিসিবির অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে, ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে কালান্দার্সের জার্সিতে দেখা যাবে সাকিবকে। 

৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চারে আছে লাহোর কালান্দার্স। প্রাথমিক পর্বে আর একটি ম্যাচই বাকি আছে দলটির। রাওয়ালপিন্ডিতে ১৮ মে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। এই ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে লাহোরের। 

সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে, প্রায় ছয় মাস পর আবার মাঠে দেখা যাবে সাকিবকে। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three