Image

জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে

জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে

জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্টকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার জন্য। ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটালস। 

প্রথম জয় পাবার আনন্দের সাথে জরিমানার দুঃখ সঙ্গী হয়েছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্টের। 

সড়ক দুর্ঘটনার পর আইপিএল ২০২৩ খেলা হয়নি পান্টের। এবছর ফিরেছেন আইপিএলে, দিল্লির নেতৃত্বেও। ভাইজাগে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে তাঁকে। 

আইপিএল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'ওভার রেট সংক্রান্ত আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন রিশাব পান্ট। চলতি মৌসুমে এটা তাঁর প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা বলে তাঁকে কেবল ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।' 

যদিও জরিমানাতে খুব বেশি বিচলিত হবার কথা নয় রিশাবের। চেন্নাইয়ের বিপক্ষে জয়ের রাতে নিজেও যে দেখা পেয়েছেন ফিফটির। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three