'আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা আছে'- বাবর আজম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
'আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা আছে'- বাবর আজম

'আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা আছে'- বাবর আজম

'আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের অনেক সমস্যা আছে'- বাবর আজম

বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে বাবর আজম। সবসময় পাদপ্রদীপের আলো বাবরের দিকেই থাকে, তাঁকে নিয়ে হয় বিস্তর সমালোচনাও। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয় বোধহয় তাঁর স্ট্রাইক রেট নিয়ে। 

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর বলছেন মানুষের তাঁর স্ট্রাইক রেট নিয়ে অনেক সমস্যা আছে। মানুষের সমস্যাটা তিনি বুঝতে পারেন না, তাঁর দাবি তিনি এমন এক ব্যাটার যিনি কিনা অবস্থা অনুযায়ী ব্যাটিং করে থাকেন। 

টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক রেকর্ডের মালিক ২৯ বছর বয়সী বাবর আজম। তবে কম স্ট্রাইক রেট নিয়ে তাঁকে প্রায়ই সমালোচনা সইতে হয়। 

তবে বাবর বিশ্বাস করেন এটা একটা প্রসেস, আর ক্রিকেট খেলা হয় মাঠে কি চলছে তার ওপর ভিত্তি করে। তাঁর মতে উইকেট শুরুতে পড়ে গেলে চালিয়ে খেলা সম্ভব হয় না। 

এক পডকাস্টে বাবর আজম বলেন, 'ক্রিকেটে গতি বাড়ছে, আপনাকে সেটার সাথে মানিয়ে নিতে হবে। আপনি কাউকে সবসময় সন্তুষ্ট করতে পারবেন না। আমি কেবল আমার দলকে ম্যাচ জেতাতেই ফোকাস করি। আমাকে কীভাবে ইনিংস গড়তে হবে, স্ট্রাইক রেট কীভাবে মেন্টেইন করতে হবে সেটা আমার কনসার্ন।' 

'দেখেন, স্ট্রাইক রেটের গল্প ভিন্ন। ইনিংস গড়া আর ম্যাচ জেতা দুইটা ভিন্ন জিনিস। যখন আপনি ম্যাচ জেতেন তখন দুইটা জিনিসই কভার হয়ে যায়। আপনি প্রথম ৬ ওভার কীভাবে খেলবেন, পরবর্তী ওভার কীভাবে খেলবেন তা পর্যায়ক্রমে আসে। আমি আমার ক্রিকেটটা জানি, আমি জানি আমাকে কি যোগ করতে হবে, আমার স্টাইলে কি বদল আনতে হবে। যা গুরুত্ব রাখে তা হল ম্যাচের অবস্থা। এটা যদি ঠিক থাকে আমি চালিয়েই খেলব।' 

এরপর তিনি যোগ করেন, 'কখনো কখনো আপনি চালিয়ে খেলতে পারবেন না কারণ আপনাকে ইনিংস গড়তে হবে। যদি হাতে উইকেট থাকে তখন আপনি ২০০ স্ট্রাইক রেটেও খেলতে পারেন।' 

'আমি বুঝতে পারি না মানুষের কেনো আমার স্ট্রাইক রেট নিয়ে ইস্যু আছে। যদি এটা ১৫০ হয়, ওরা বলবে এটা ১৭০ হওয়া উচিত। যদি আমি ১৭০ স্ট্রাইক রেটে খেলি তাহলে তাঁরা বলবে এটা ২০০ হওয়া উচিত। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব ধরণ থাকে। আমি আমাকে অন্য কারও সাথে তুলনা করতে চাই না।'