সাকিব ফিরলে দলের সবার জন্য ভালো, বলেছেন অধিনায়ক
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

সাকিব ফিরলে দলের সবার জন্য ভালো, বলেছেন অধিনায়ক
সাকিব ফিরলে দলের সবার জন্য ভালো, বলেছেন অধিনায়ক
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে এসে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১৮২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছিল শান্তরা। শ্রীলঙ্কা তাদের দুই ইনিংসে যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে। পরের টেস্টে সাকিব ফিরছেন দলে। অধিনায়ক শান্ত বলেছেন, দলের জন্য স্বস্তির।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চাওয়া- পরের টেস্টে সাকিব আল হাসানের ফেরার কথা চলছে, দলের জন্য কতটা স্বস্তির?
'অবশ্যই, সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরে তাহলে ভালোই হবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়েই ২০২৪ সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয় বাংলাদেশ দলের। চলমান এই সিরিজে নেই সাকিব আল হাসান, তিনি আগে থেকেই ছুটিতে। তবে এবার ম্যাচে ফিরতে চান সাকিব, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আগ্রহ দেখিয়েছেন বিসিবির কাছে। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও ফিরবেন লাল বলের ক্রিকেটে।
সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নেমেছেন সাকিব। ইতোমধ্যে তিনি লাল বলে অনুশীলনও শুরু করেছেন। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সাকিবের ফেরা স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ শিবিরে। গত বছরের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন অধিনায়কও। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় সাকিব।