Image

নাসুমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 17 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
নাসুমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

নাসুমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

নাসুমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়, প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার সাদিকুল্লাহ আতালকে গোল্ডেন ডাকে ফেরান তিনি। এরপর তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরান উইকেটে থিতু হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। সবমিলিয়ে তার স্পিন নৈপুণ্য ছিল নিঃসন্দেহে অসাধারণ।


এশিয়া কাপে নাসুমের যাত্রাটা এতটা সহজ ছিল না। আবুধাবির বিমান ধরার আগে তার পারিবারিক বিষয় নিয়ে মিডিয়ায় শুরু হয় আলোচনা। ছেলের জাতীয় দলে খেলা, বিলাসবহুল হোটেলে থাকা—এর বিপরীতে তাঁর বাবা অভাবে দিনযাপন করছেন, এমন খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়। জানা যায়, সংসার চালাতে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন নাসুমের বাবা।

এই খবর ঘিরে সমাজে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেউ নাসুমকে নিয়ে সহানুভূতিশীল মন্তব্য করেছেন, আবার কেউ বাবা-ছেলের দূরত্ব নিয়ে নানা সমালোচনা করেছেন। এমনকি কেউ কেউ এ বিষয়টি ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলেও ব্যস্ত থেকেছেন।

তবে এসব কিছুকে পাশ কাটিয়ে নাসুম নিজের কাজটা করে যাচ্ছেন নিরবে-নিভৃতে, বল হাতে। আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে ২ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। একই সঙ্গে এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সেরা ইকোনমি রেটও (২.৭৫) তার দখলে। এর আগে সেরা ইকোনমি ছিল মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান, দুজনেরই ৩.২৫।

এমন রেকর্ড গড়ার পারফরম্যান্সে সতীর্থদের প্রশংসা যেমন পেয়েছেন নাসুম, তেমনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠেও উঠে এসেছে উচ্ছ্বাস।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ও সামগ্রিকভাবে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নাসুমের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “নাসুমের প্রতি সহানুভূতি জানাচ্ছি, ঐ পরিস্থিতিতে থেকে আমাদের একটা ভাল শিক্ষা হয়েছে, সকলের। যে একজন ক্রিকেটার যখন দেশের জন্য ক্রিকেট খেলতে যায়, আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে আমরা একজন ক্রিকেটার কিংবা দেশের প্রতিনিধিকে মানসিক সাপোর্ট করতে পারি। সে কিন্তু তা দেখিয়েছে।” 

তিনি আরও বলেন, “সে যেভাবে কালকে ক্রিকেট খেলেছে, তা সত্যি অবিশ্বাস্য। সে সব সময় ধারাবাহিক ভাল করছে, আমার কাছে মনে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে জয়ে সে খুব বড় একটা ভূমিকা পালন করেছে। কেননা এগারো জনের অবদানেই দল জিতেছে। তবে বড় ভূমিকাটা নাসুম পালন করেছে।”


সিলেটে নাসুমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন বিসিবি সভাপতি। শুধু তাই নয়, নাসুমের স্ত্রী ও ছোট মেয়ের সাথেও কথা বলেছেন তিনি। বুলবুল বলেন, “ব্যক্তিগতভাবে সিলেটে আমার সাথে তাঁর কথা হয়েছিল, এমনকি তার স্ত্রী ও ছোট মেয়েটা। সবার সাথে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছিল যে, সে খুবই আত্মবিশ্বাসী। ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব অসম্ভব রকমের তীক্ষ্ণ। আর তা সে মাঠে প্রমাণ করতে সক্ষম হয়েছে।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three