Image

ক্রিকেটকে বাঁচাতেই সিদ্ধান্ত, পিসিবি প্রধানের ব্যাখ্যায় নতুন মোড় ভারত–পাকিস্তান বিতর্কে

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 54 সেকেন্ড আগে
ক্রিকেটকে বাঁচাতেই সিদ্ধান্ত, পিসিবি প্রধানের ব্যাখ্যায় নতুন মোড় ভারত–পাকিস্তান বিতর্কে

ক্রিকেটকে বাঁচাতেই সিদ্ধান্ত, পিসিবি প্রধানের ব্যাখ্যায় নতুন মোড় ভারত–পাকিস্তান বিতর্কে

ক্রিকেটকে বাঁচাতেই সিদ্ধান্ত, পিসিবি প্রধানের ব্যাখ্যায় নতুন মোড় ভারত–পাকিস্তান বিতর্কে

এশিয়া কাপের মঞ্চে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তেজনা যেন থামছেই না। হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া,সব মিলিয়ে দুদেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। অবশেষে এসব নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর মতে, বয়কট করলে ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো।

দুবাইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নকভি বলেন, ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর পাকিস্তান শিবিরে গভীর সংকট তৈরি হয়। ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না হওয়া এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়ে ক্ষোভ জমে ওঠে। নকভি জানান, বিষয়টি নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক তদন্তের অনুরোধ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। তবে পাইক্রফট পাকিস্তানি অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

পিসিবি প্রধান বলেন, “এটা সত্যিই বড় একটি সিদ্ধান্ত ছিল। আমরা চাইলেই সহজে বয়কট করতে পারতাম। কিন্তু তাতে ক্রিকেটই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতো। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আমরা সবাই মিলে পরামর্শ নিয়েছি। শেষ পর্যন্ত খেলাটাই সঠিক পথ বলে মনে হয়েছে।” এই আলোচনায় যুক্ত ছিলেন সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজম শেঠিও। শেঠি বলেন, “পিসিবি সবসময় চেয়েছে রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখতে। ক্ষমা পাওয়া গেছে, সেটাই বড় বিষয়। ক্রিকেটই এখানে প্রকৃত বিজয়ী।”

তবে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। বিশেষ করে ভারতীয় কাপ্তান সূর্যকুমার যখন পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ের কৃতিত্ব সেনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, তখনই সমালোচনার আগুন আরও দাউদাউ করে জ্বলতে শুরু করে। এর পরের ঘটনাগুলো যেন আগুনে ঘি ঢেলে দেয়, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের করমর্দন না করা, ভারতীয় দলের ড্রেসিংরুম সাংবাদিক ও কর্মকর্তাদের জন্য বন্ধ রাখা, এসব ছোট ছোট বিষয়ই বড় আলোচনার জন্ম দিয়েছে।

ফলে এবারের এশিয়া কাপ আর শুধু মাঠের চারপাশেই সীমাবদ্ধ থাকছে না। খেলাধুলার বাইরের বিষয়গুলোও তীব্রভাবে প্রভাব ফেলছে। একদিকে ক্রিকেটের আবেগ, অন্যদিকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে টুর্নামেন্টটা যেন এক অদৃশ্য লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three