শ্রীলঙ্কার ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 10 মিনিট আগে
শ্রীলঙ্কার ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে
শ্রীলঙ্কার ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে
হারারে স্পোর্টস ক্লাব মাঠে লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েও জয়ের দেখা পেল না জিম্বাবুয়ে। কামিল মিশারা ও কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিং ঝড়ে উড়ে গেল স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিল চরিত আসালাঙ্কার শ্রীলঙ্কা।
রবিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। ব্যাট হাতে নেমে শুরু থেকেই দাপট দেখায় জিম্বাবুয়ে। পুরো ২০ ওভার ব্যাট করে মারুমানির ৫১, রাজার ২৮, উইলিয়ামসের ২৩ ও রায়ান বার্লের ২৬ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে স্বাগতিকরা। যা শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
তবে এ রান করেও শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে টিকতে পারেনি সিকান্দার রাজারা। ওপেনার কুশল মেন্ডিসের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে পাওয়ারপ্লেতেই ৬৭ রান তুলে নেয় লঙ্কানরা। তৃতীয় উইকেটে ৬৩ বলে ১১৭ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন কামিল মিশারা ও কুশল পেরেরা। মাত্র ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মিশারা, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। তার সঙ্গে অপরাজিত থেকে ২৬ বলে ৪৬ রান করে ম্যাচ শেষ করেন পেরেরা। ফলে ১৪ বল হাতে রেখেই ১৯১ রানের লক্ষ ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভানস ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট। সিরিজের প্রথম দুই ম্যাচে সমান একটি করে জয় তুলে নেয় দুদল। কিন্ত অঘোষিত ফাইনাল খেলতে নেমে শেষ ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল শ্রীলঙ্কা।