নেপালে নারী বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে ও নামিবিয়া

নেপালে নারী বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে ও নামিবিয়া
নেপালে নারী বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে ও নামিবিয়া
২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সাতটি অঞ্চলের আইসিসি সহযোগী দেশগুলো অংশ নিচ্ছে আঞ্চলিক বাছাইপর্বে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে জিম্বাবুয়ে ও নামিবিয়া নিজেদের জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল বাছাইপর্বে, যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশসহ অন্যান্য দলগুলোর।
নেপালে অনুষ্ঠিতব্য এই বাছাইপর্বে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। ইতোমধ্যে ৯টি দল বাছাইয়ের টিকিট নিশ্চিত করেছে। বাংলাদেশ, জিম্বাবুয়ে, নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং স্বাগতিক নেপাল এই দলগুলোর মধ্যে রয়েছে। বাকি একটি দল আসবে পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে, যা ৯ সেপ্টেম্বর শুরু হবে ফিজিতে।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়ে সেমিফাইনালে উগান্ডাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, নামিবিয়া তানজানিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ৬ সেপ্টেম্বর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ, যেখানে দুই দল লড়াই করবে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য।
নেপালে অনুষ্ঠিতব্য মূল বাছাইপর্বে ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে। এখানে চারটি দল পাবে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সুযোগ। মোট ১২ দলের বিশ্বপকাপে অন্য ৮টি দল বাছাইপর্ব ছাড়া সরাসরি খেলবে বিশ্বকাপে।
বাংলাদেশকে ইংল্যান্ডের বিমানে উঠতে হলে নেপালে জিম্বাবুয়ে ও নামিবিয়া বাধা পেরিয়ে তবেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হবে।