নারী ওয়ানডে র্যাংকিংয়ে ১ ধাপ এগোল বাংলাদেশ

নারী ওয়ানডে র্যাংকিংয়ে ১ ধাপ এগোল বাংলাদেশ
নারী ওয়ানডে র্যাংকিংয়ে ১ ধাপ এগোল বাংলাদেশ
বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি'র নারী ওয়ানডে দলের বার্ষিক র্যাংকিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে ৮ নাম্বার থেকে টাইগ্রেসদের অবস্থান এখন ৭ নাম্বারে। অন্যদিকে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। যদিও ইংল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্ট কমেছে, তবুও ৪০ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে আছে তারা।
অস্ট্রেলিয়া ১৬৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ভারতের বিপক্ষে হোম এবং এওয়েতে ৩-০ ব্যবধানে জয়, ইংল্যান্ড ও বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানো, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ সিরিজ জয় রয়েছে তাদের।
ইংল্যান্ড ১২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। এই সময়ে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে এবং আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
তৃতীয় অবস্থানে থাকা ভারত ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান ১১ থেকে কমিয়ে ৬ পয়েন্টে এনেছে। ভারতের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ জয়। তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও চ্যাম্পিয়ন হয়েছে।
র্যাংকিং থেকে বিশ্বকাপ ২০২২ বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমে গেছে। দক্ষিণ আফ্রিকা ৯ পয়েন্ট হারিয়ে পাঁচ নম্বরে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ১০ পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের নিচে নেমে নবম স্থানে অবস্থান করছে।
বর্তমানে মোট ১৫টি দল নারী ওয়ানডেতে র্যাঙ্কড রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের ওয়ানডে মর্যাদা হারানোর ফলে তালিকা থেকে বাদ পড়েছে।