Image

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 19 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

মিরাজ এখন টেস্টের ২ নম্বর অলরাউন্ডার

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়ে মেহেদী হাসান মিরাজ এখন ২ নম্বরে। এক ধাপ এগিয়ে মিরাজ এসেছেন দুইয়ে, তার উপরে কেবল রবীন্দ্র জাদেজা। 

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আইসিসির টেস্ট খেলোয়াড়দের র‍্যাংকিংয়ে মিরাজের উন্নতি। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দুর্দান্ত ফর্মের কারণে উঠে এসেছেন সেরা দুইয়ে। 

প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০৪ রান করে সিরিজে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন মিরাজ। আর তাতেই প্রথমবারের মতো টেস্টে দ্বিতীয় স্থান অধিকারী অলরাউন্ডার হয়েছেন। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে ছাড়িয়ে গেছেন। এখন মেহেদীর ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট রয়েছে, তবে জাদেজা ৪০০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।

ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার জিতে নেওয়া মিরাজ ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৫৫তম স্থানে পৌঁছেছেন। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে পাঁচ উইকেট শিকার করে বোলিং র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে রয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three