“টি-টোয়েন্টির প্রেক্ষাপটে চায়নাও বড় দল”
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
“টি-টোয়েন্টির প্রেক্ষাপটে চায়নাও বড় দল”
“টি-টোয়েন্টির প্রেক্ষাপটে চায়নাও বড় দল”
হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দারুণ সূচনা করেছে ৭ উইকেটে জয় নিয়ে। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের এক ঝাঁক রেকর্ড গড়া ম্যাচে লেগ স্পিনার রিশাদ ছুয়েছেন ৫০ উইকেটের মাইলফলক। তবে এই সাফল্যের মধ্যে বেশ কিছু সমালোচনার মুখেও পড়েছে দলের ব্যাটিং এপ্রোচ, বিশেষ করে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ধীর গতিতে রান তোলার বিষয়ে।
তাওহীদ হৃদয়ের সঙ্গে লিটনের ৯৫ রানের জুটি জয় নিশ্চিত করলেও হৃদয়ের ব্যাটিং গতির কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। মাত্র ৩৬ বলে ৩৫ রান করা হৃদয় নিজেই মানছেন যে তিনি কিছুটা স্ট্রাগল করছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, “স্ট্রাগল করছি, বিশ্বের অনেকেই করে, আমিও করছি। চেষ্টা করছি ভালো করতে, এক দুইটা শট ভালো হলেই ঠিক হবে। আমার হানিমুন পিরিয়ড শেষ, আশা করছি এখান থেকে ওভারকাম করতে পারব।”
বাংলাদেশের ব্যাটিং এপ্রোচ নিয়ে হৃদয় আরও বলেন, “আমরা জেতার অ্যাপ্রোচ নিয়েই যাই। শেষমেশ আমরা জিতেছি এটা ইম্পরট্যান্ট।”
অধিনায়ক লিটন দাস ম্যাচ শেষে বলেন, “প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ কয়েকটা সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে চাপটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক (হাসি)। আজ আমরা ভালো খেলেছি। উইকেট খুব একটা সহজ ছিল না, প্রতি বলে মারাটা কঠিন ছিল। গ্রাউন্ডটা বড়, তাই রান নিতে হলে এক-দুইয়ের ওপরই ভরসা করতে হয়েছে।”
যদিও অনেকের মনে হয়েছে বাংলাদেশ দ্রুত রান তুলে গ্রুপে রান রেট বাড়াতে পারত, তবুও দলের ফোকাস ছিল নিশ্চিতভাবে জয় অর্জন করা। এ প্রসঙ্গে হৃদয় বলেন, “আগে জয় পাবার চেষ্টা করেছি। হয়ত ২ ওভার আগে শেষ করতে পারতাম, তবে জয় পাওয়াটাই মুখ্য। দিনশেষে রেজাল্টটাই ম্যাটার করে।”
ছোট দল বলাকে হার মানিয়ে হৃদয় আরও যোগ করেন, “ছোটদল বলতে কিছুই নেই, ক্রিকেটের বাইশগজে সব দলই বড়। টি-টোয়েন্টির প্রেক্ষাপটে চায়নাও বড় দল।”