Image

শাদাবের রেকর্ড ভেঙে কুলদীপের কীর্তি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 26 মিনিট আগে
শাদাবের রেকর্ড ভেঙে কুলদীপের কীর্তি

শাদাবের রেকর্ড ভেঙে কুলদীপের কীর্তি

শাদাবের রেকর্ড ভেঙে কুলদীপের কীর্তি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ৯ উইকেটের ব্যবধানে সহজ জয় পায় রোহিত শর্মার দল। ম্যাচে ভারতের নায়ক ছিলেন স্পিনার কুলদীপ যাদব। বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে তিনি মাত্র ৭ রান খরচায় তুলে নেন ৪ উইকেট।

কুলদীপের এই স্পেল এশিয়া কাপের (টি-টোয়েন্টি ফরম্যাট) ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানের রেকর্ডও ভেঙে দেন কুলদীপ।

২০২২ সালের আসরে হংকংয়ের বিপক্ষে ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন শাদাব। কিন্তু কুলদীপ এবার আরও কম খরচায় একই সংখ্যক উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন। তবে শীর্ষস্থানে এখনো ভারতের ভুবনেশ্বর কুমার। তিনি ২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট ইতিহাসের একমাত্র ‘ফাইভ-ফর’-এর রেকর্ড গড়েছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৪.৩ ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three