Image

মুস্তাফিজের কাঁধে আস্থা, পেস আক্রমণে নতুন চেহারা

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
মুস্তাফিজের কাঁধে আস্থা, পেস আক্রমণে নতুন চেহারা

মুস্তাফিজের কাঁধে আস্থা, পেস আক্রমণে নতুন চেহারা

মুস্তাফিজের কাঁধে আস্থা, পেস আক্রমণে নতুন চেহারা

এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে পেসারদের আত্মবিশ্বাসে ভরসা রাখছেন শন টেইট। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দলের পেস আক্রমণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পেস বোলিং কোচ শন টেইট। তাঁর চোখে, বাংলাদেশি ফাস্ট বোলারদের মধ্যে ধীরে ধীরে লড়াকু মানসিকতা গড়ে উঠছে। যেটি বড় ম্যাচগুলোতে ব্যবধান গড়ে দিতে পারে।


বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে নিয়ে টেইটের কণ্ঠে ছিল আস্থা ও প্রশংসার ছাপ। এই বাঁহাতি পেসারকে দলের ‘বড় সম্পদ’ উল্লেখ করে তিনি বলেন, “আমি মুস্তাফিজের বোলিংয়ে খুবই সন্তুষ্ট। সে অভিজ্ঞ একজন পারফর্মার, দীর্ঘদিন ধরে দলে আছে। সে নিজের কাজটা বোঝে। আমার কাজ শুধু নিশ্চিত করা যে সে খুশি ও আত্মবিশ্বাসী থাকছে। বাকিটা সে নিজেই সামলে নেয়।”


মুস্তাফিজের সঙ্গে কাজ করাটাকেও উপভোগ করছেন টেইট। টাইগার এই কোচের ভাষ্য,“তার সঙ্গে সময় কাটানো, কাজ করা, সবই দারুণ উপভোগ্য। দলের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”


তবে শুধু মুস্তাফিজ নয়, দলের তরুণ পেসারদের মাঝেও পরিবর্তনের ছাপ দেখছেন এই অস্ট্রেলিয়ান কোচ। টেইট মনে করেন, এখন সময় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার।

টেইট বলেন,“আমরা পেসারদের সঙ্গে কথা বলেছি যেন তারা নিজের ওপর বিশ্বাস রাখে। আমাদের কয়েকজন এমনিতেই লড়াকু মানসিকতা নিয়ে খেলে। আমি চাই, ওরা নিজেদের উপস্থিতি অনুভব করাক। বিশেষ করে বড় দলের বিপক্ষে। আত্মবিশ্বাসই এখানে বড় ভূমিকা রাখে।”

দলের সূচিও এবার বেশ চ্যালেঞ্জিং। সুপার ফোরে ভারতের  বিপক্ষে ম্যাচের ঠিক পরদিনই খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তবে সেটাকেও ইতিবাচকভাবে দেখছেন টেইট।

“এই টুর্নামেন্টের সৌন্দর্যই হলো, ম্যাচ আসে দ্রুত। এতে করে আগের ফলাফল ভুলে পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। আমরা সেভাবেই এগোচ্ছি।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three