Image

ঢাকায় এসিসির সভা, ভারতের সাথে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কাও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে
ঢাকায় এসিসির সভা, ভারতের সাথে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কাও

ঢাকায় এসিসির সভা, ভারতের সাথে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কাও

ঢাকায় এসিসির সভা, ভারতের সাথে বৈঠক বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কাও

ভারত, আফগানিস্তান ও ওমানের অনুপস্থিতির খবর থাকলেও নির্ধারিত সময়েই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী ২৩ ও ২৪ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত হবে দু’দিনব্যাপী এ সভা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এসিসির সভা যথা সময়েই অনুষ্ঠিত হবে। সভাটি এসিসির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোস্ট। পুরো আয়োজনটাই এসিসির। আমরা লোকাল হসপিটালিটি দেব। এর বাইরে আবাসন, খাওয়া আনুষ্ঠানিক লজিস্টিক সাপোর্ট আমাদের।"

তিনি আরও জানান, "২৩ জুলাই ইনফর্মাল আর ২৪ জুলাই ফর্মাল মিটিং অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।"

বিসিবি সভাপতি কিছুদিন আগেই এসিসি ও আইসিসির সভায় যোগ দিতে ঢাকা ছাড়েন এবং সোমবার বিকেলে দেশে ফিরে এসেই এসিসির ঢাকা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন।

এসিসির সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। বিশেষ করে ভারতের অংশগ্রহণ না করার ঘোষণার পর অনেকের ধারণা ছিল, সভা হয়তো অনুষ্ঠিতই হবে না। ভারতের পাশাপাশি আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানও সভা বর্জনের পথে হাঁটতে পারে বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম।

তবে এসিসির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি প্রথম থেকেই স্পষ্ট ছিলেন, সভার ভেন্যু পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। বিসিবি সভাপতির বক্তব্যেও সেই সিদ্ধান্তই প্রতিধ্বনিত হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, "কে এলো আর কে এলো না, এটা বিসিবির বা বাংলাদেশের দেখার বিষয় না। মিটিংটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। বিসিবি বা বাংলাদেশের নয়। আমাদের ভূমিকাটা শুধু মেহমানদারি করার মত।" 

সভায় যোগ দিতে যেসব দেশের প্রতিনিধিদের পক্ষে আগাম ভিসা সংগ্রহ করা কঠিন হচ্ছে, তাদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’র ব্যবস্থা করতে কাজ করছে বিসিবি।

তিনি আরো বলেন,"যেহেতু হাতে সময় খুব কম। সব দেশের ক্রিকেট প্রতিনিধিদের পক্ষে ভিসা নিয়ে ঢাকায় আসা সম্ভব হচ্ছে না। তাই বিসিবির ওপর দায়িত্ব বর্তেছে, তারা যাতে ‘অন-অ্যরাইভাল ভিসা’ পান- সে ব্যবস্থা করতে। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ওই কাজটি সুচারুভাবে সম্পাদনের চেষ্টাই করছি আমরা," 

তিনি জানান, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সার্বক্ষণিক এসিসির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আয়োজনের যাবতীয় দিক তদারকি করছেন।

ভারতের উপস্থিতি ছাড়াও, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সমর্থন জানালেও এসিসি চেয়ারম্যান ঢাকাতেই সভা করার ব্যাপারে অনড় ছিলেন। অবশেষে বিসিবি সভাপতির ভাষ্যে পরিষ্কার হলো, কে এলেন আর কে এলেন না তা নয়, নির্ধারিত সময়েই এসিসির সভা বসছে ঢাকায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three