Image

মিরাজের ফেরা, কলম্বো টেস্টে মধুর 'সমস্যায়' বাংলাদেশ দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 5 ঘন্টা আগে
মিরাজের ফেরা, কলম্বো টেস্টে মধুর 'সমস্যায়' বাংলাদেশ দল

মিরাজের ফেরা, কলম্বো টেস্টে মধুর 'সমস্যায়' বাংলাদেশ দল

মিরাজের ফেরা, কলম্বো টেস্টে মধুর 'সমস্যায়' বাংলাদেশ দল

গলে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত লড়াইয়ের পর এবার কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ শিবির। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রস্তুতি, ইনজুরি আপডেট ও একাদশ নিয়ে ভাবনার কথা জানান টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও দাপট দেখিয়েছিলো বাংলাদেশ। সেই টেস্টের আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টেও কাজে লাগবে দাবী কোচের, "গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। প্রথম টেস্টে সাধারণত আমরা একটু ধীরগতির থাকি, তবে এবার শুরু থেকেই ছন্দে ছিল দল। সবাই আত্মবিশ্বাসীভাবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে।"

জ্বরের কারণে প্রথম ম্যাচে বিশ্রামে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরছেন একাদশে, এ ব্যাপারে বেশ নিশ্চিত কোচ। "সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে আমাদের শক্তি বাড়াবে। তবে শুধু মিরাজ নয়, বাকিদেরও দায়িত্ব নিতে হবে," 

প্রথম টেস্টে আগে চোট পাওয়ার পর দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আপডেট জানিয়ে সিমন্স জানান, "সে ঠিক আছে। আঙুলে সামান্য চোট ছিল, তবে খেলতে কোনো সমস্যা হবে না।"

গলে বল হাতে নজর কাড়া নাঈম হাসানের একাদশে থাকার সম্ভাবনাই বেশি বলে ইঙ্গিত দেন সিমন্স। যদিও উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। "উইকেট যেমনই হোক, মানিয়ে নিতে হবে। গলে দুর্দান্ত বল করেছে নাঈম। তাকে বাদ দেওয়া কঠিন হবে।"

দ্বিতীয় টেস্টে স্পিন-সিম বোলিং কম্বিনেশন নিয়ে এখনও দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। সিমন্স বলেন, "ওই সিদ্ধান্তটা ম্যাচের আগের দিন উইকেট দেখে নেওয়া হবে। তিন স্পিনার নাকি তিন পেসার খেলবে, সেটা তখনই বোঝা যাবে।"

এদিকে ৩ জাতীয় দলে ফিরে ব্যার্থ বিজয়। দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। চাপের মুখে থাকা এনামুল হক বিজয় প্রসঙ্গে কোচ বলেন, "সে মাত্র কয়েকটি টেস্ট খেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করেছিল। একটি ম্যাচে না পারলে তাকে নিয়ে সন্দেহ করা ঠিক নয়। বিজয় জানে এই দুটি ইনিংসই খারাপ গেছে। আমরা আশা করছি সে ঘুরে দাঁড়াবে।"

শ্রীলঙ্কা ভালো দল, ঘরের মাঠে তাদের হারানো কঠিন তা মানছেন কোচ, তবে হাল ছাড়ছেন না। "আমরা অবশ্যই জয়ের জন্যই নামব। গলেও সেই চেষ্টা করেছি। এবারও আমাদের সেই পথটা খুঁজে বের করতে হবে।"

বুধবার (২৫ জুন) কলম্বোর সিএসএসসি গ্রাউন্ডে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই দলই চাইবে সিরিজ নিজেদের করে নিতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three