২৪৫ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ

২৪৫ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ
২৪৫ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ
টেস্টে হতাশার পর ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ। তাসকিনের মেডেন নিয়ে শুরু, দুর্দান্ত তাসকিন শেষ পর্যন্ত শিকার করেন ৪ উইকেট। আর তাতেই শ্রীলঙ্কার ইনিংস থামে ২৫০ রানে। সেঞ্চুরি হাঁকানো লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা অবশ্য ইনিংসের শেষ ওভারে তানজিম সাকিবের শিকার হন।
নির্ধারিত ওভারের ৪ বল আগেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে টেনে নিয়ে যান চারিথ আসালাঙ্কা। ক্রিকেটে ফেরার দিনে বল হাতে দুর্দান্ত তাসকিন আহমেদ। ১০ ওভারে মাত্র ৪৭ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। এছাড়া তানজিম সাকিব ৩, নাজমুল হোসেন শান্ত এবং অভিষেক ম্যাচ খেলতে নামা তানভীর ইসলাম পেয়েছেন একটি করে উইকেট।
কলম্বোর আর প্রেমাদাসার ব্যাটিংবান্ধব উইকেটে টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালঙ্কা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে আসালাঙ্কা ছাড়া কেউই ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। আসালাঙ্কার ১১০ রানের বাইরে ৪৫ রান আসে তিনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে।
বাংলাদেশের বিপক্ষে চারিথ আসালাঙ্কার আরও এক সেঞ্চুরি। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে খেলেছিলেন ১০৮ রানের ইনিংস। আজ ৬ চার ও ৪ ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা আসালাঙ্কা শেষ ওভারে উইকেয় হারান তানজিম সাকিবের ডেলিভারিতে।