পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন, তুলনায় টেনে আনলেন বাংলাদেশকে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 9 মিনিট আগে- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ
- 4
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন, তুলনায় টেনে আনলেন বাংলাদেশকে
পাকিস্তানকে খোঁচা দিলেন অশ্বিন, তুলনায় টেনে আনলেন বাংলাদেশকে
এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারত-পাকিস্তান দ্বৈরথ শেষে তিনি সরাসরি তুলনায় টেনে আনলেন বাংলাদেশকেও।
১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হওয়া ম্যাচে পাকিস্তানকে একপেশে লড়াইয়ে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারায় ভারত। প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না ম্যাচে। খেলা শেষে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আয়োজকদের উচিৎ পরের বার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা। আমার মনে হয় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
পাকিস্তানের বর্তমান দলের দুর্বলতা নিয়েও হতাশা ঝরল তার কণ্ঠে। তিনি বলেন, ‘আমার পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা তাদের নেই। রাজনৈতিক প্রসঙ্গে যাব না। সাইম আইয়ুব ছাড়া আর তেমন কারও যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে, তাই দুই দলের তুলনা করা অন্যায্য ব্যাপার।’
ভারতের শক্তিমত্তার প্রসঙ্গ টেনে অশ্বিন স্পষ্ট করে দেন, ‘এটি ভারতের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল। এখানে দুই দলের তুলনাই হয় না আসলে।’
তবে আসল খোঁচাটা এসেছে বাংলাদেশের নাম টেনে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেখানে ১৩৯ রান তুলেছিল, সেখানে পাকিস্তান থেমেছে ১২৭ রানে। অশ্বিনের চোখে এই ব্যর্থতা আরও বড় লজ্জা। তিনি বলেন, ‘১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ৭৫ রান করলে ১৫০, ১৬০ এমনকি ১৬৫ রানও করতে পারত। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটাই দেখুন না। এমনকি বাংলাদেশও ১৪০ রানও করেছিল। জাকের-শামীমের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে।’