Image

মিরাজের অর্জনে গর্বিত বিসিএসএ, প্রদান করা হলো সম্মাননা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজের অর্জনে গর্বিত বিসিএসএ, প্রদান করা হলো সম্মাননা

মিরাজের অর্জনে গর্বিত বিসিএসএ, প্রদান করা হলো সম্মাননা

মিরাজের অর্জনে গর্বিত বিসিএসএ, প্রদান করা হলো সম্মাননা

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সম্প্রতি টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট ও ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এই অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়।

দেশের মাঠে কিংবা বিদেশে বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে যাওয়া বিসিএসএ-এর কার্যক্রম নিয়ে বেশ খুশি আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের দুই নম্বর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এদিন মিরপুর হোম অব ক্রিকেটে সম্মাননা স্মারক পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে মিরাজ বললেন, 

'বিসিএসএ-এর ভাইয়েরা সবসময় আমাদের মাঠে সাপোর্ট করে। দেশের বাইরেও যখন আমরা খেলতে যাই তারা তখনও আমাদের সমর্থন দিতে চলে যায়। টেস্টে আমার দুই হাজার রান ও ২০০ উইকেট অর্জনের জন্য আজকে আমাকে তারা অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে, তারা সবসময় আমাদের পেছন থেকে সাপোর্ট করে।'

বিসিএসএ-এর সভাপতি সারফুদ্দিন আহমেদ সাজু বলেন, “মিরাজের এই অর্জন শুধু পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা তার ভবিষ্যত সফলতার জন্য শুভকামনা জানাই।”

এই অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমী ও বিসিএসএ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Details Bottom