Image

সিলেটে বর্ণিল আয়োজনে ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটে বর্ণিল আয়োজনে ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন

সিলেটে বর্ণিল আয়োজনে ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন

সিলেটে বর্ণিল আয়োজনে ডিএসএ কাপ টি-২০ ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন

সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। তার আগে সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও ছয় দলের জার্সি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) এডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও ইয়াহইয়া ফজলসহ ক্রীড়া সংগঠক, রাজনীতিক, খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় নূর হোসেন বলেন, "দায়িত্ব গ্রহণের পর আমাদের প্রথম লক্ষ্য ছিল মাঠে খেলাধুলা ফিরিয়ে আনা। আজকের ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে সে যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো।"

অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন,"ক্রীড়াঙ্গণের প্রাণ হচ্ছে নিয়মিত খেলা। ক্রিকেট দিয়ে শুরু করছি, এরপর দ্বিতীয় বিভাগ ফুটবলসহ অন্যান্য খেলাও আয়োজন করব। পৃষ্ঠপোষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ আয়োজন সম্ভব হয়েছে।"

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ক্রিকেটার নাইম আহমদ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও কোচ মহসিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন, বিসিবি কোচ মো. রানা মিয়া, আম্পায়ার ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না ও সাধারণ সম্পাদক আবু জাহেদ রাহী প্রমুখ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ:

১. কুশিয়ারা

স্পন্সর: লিডিং ইউনিভার্সিটি

ম্যানেজার: আব্দুল মোতাকাব্বির সাকি

কোচ: আল ওয়াদুদ সুইট ও মুন্না

২. পদ্মা

স্পন্সর: ইকরা ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস

ম্যানেজার: খালেদ আহমদ

কোচ: একরাম আহমদ ও অনিক

৩. সুরমা

স্পন্সর: বাংলাদেশ সোশ্যাল ক্লাব, কোভেন্ট্রি (ইউকে)

ম্যানেজার: ইমতিয়াজ আহমদ জগলু

কোচ: আলমাস আহমদ শুক্কুর ও নাসির উদ্দিন

৪. মেঘনা

স্পন্সর: চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস, পালকি রেস্টুরেন্ট

ম্যানেজার: কবির আহমদ

কোচ: মিসবাহ ও মুহিন

৫.বাসিয়া

স্পন্সর: সিটি এন্টারপ্রাইজ

ম্যানেজার: মুহাইমিন সহিদ

কোচ: শাহনাজ ও নাজিম

৬. যমুনা

স্পন্সর: ফিজা অ্যান্ড কোং

ম্যানেজার: গোলাম কিবরিয়া

কোচ: পলাশ কর ও হীরা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। এসময় এ আয়োজনের মাধ্যমে সিলেটে আবারো ক্রীড়ামুখর পরিবেশ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three