Image

পাকিস্তান সফরে 'যাবে' বাংলাদেশ দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সফরে 'যাবে' বাংলাদেশ দল

পাকিস্তান সফরে 'যাবে' বাংলাদেশ দল

পাকিস্তান সফরে 'যাবে' বাংলাদেশ দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের পাকিস্তান সফর পরিকল্পনা অনুসারেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান ডট কম ডট পিকে। সবকিছু ঠিক থাকলে ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলে ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। 

চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। পাকিস্তানে যাবার আগে অবশ্য শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আসন্ন এই সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনা চালিয়ে যাচ্ছে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরমাঝেই পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য বিলম্ব বা বাতিলকরণ সম্পর্কে সাম্প্রতিক গুজবের অবসান ঘটিয়ে আগের সূচি অনুযায়ী মাঠে গড়াবে সিরিজ।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি- 
২১ মে- বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তান 

২৫ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ 
২৭ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ 
৩০ মে- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর 
৩ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। 

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three