Image

আফগানিস্তান সিরিজ স্থগিত, বিদেশি লিগের এনওসি পাচ্ছে ক্রিকেটাররা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তান সিরিজ স্থগিত, বিদেশি লিগের এনওসি পাচ্ছে ক্রিকেটাররা

আফগানিস্তান সিরিজ স্থগিত, বিদেশি লিগের এনওসি পাচ্ছে ক্রিকেটাররা

আফগানিস্তান সিরিজ স্থগিত, বিদেশি লিগের এনওসি পাচ্ছে ক্রিকেটাররা

আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে গ্রেটার নয়ডায় তখনকার কন্ডিশনের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি আপাতত স্থগিত। 

আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ার কারণে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি। সিরিজ স্থগিতের এই সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে অনাপত্তি সনদ প্রদান করেছে ক্রিকেট বোর্ড। উভয় বোর্ডই সিরিজের পুনঃনির্ধারণে সম্মত হওয়ার পর বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে এনওসি দিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস সম্প্রতি 'দ্য ক্রিকবাজ'কে বলেছেন, 'আমরা জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত না, কারণ আবহাওয়ার প্রতিবেদন অনুসারে গ্রেটার নয়ডায় সেই সময়ে বৃষ্টি থাকবে।'

'উভয় বোর্ড অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজের পুনঃনির্ধারণে সম্মত হওয়ার পরে আমরা আমাদের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে তাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' 

'যখন তারা (ক্রিকেটাররা) জানতে পাড়ে যে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলা হবে না, তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এনওসির জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়।'

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স দলে আছেন একাধিক বাংলাদেশি। মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয় প্রতিনিধিত্ব করবেন এই ফ্র্যাঞ্চাইজিকে। কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াডে বাংলাদেশি মুখ তাসকিন আহমেদ। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএল এর ৫ম আসর। 

আগামী ২৫ জুলাই শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে, বাংলা টাইগার্স মিসিসাগুয়া সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামকে দলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফউদ্দিন এবং রিশাদ হোসেন মন্ট্রিল টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন।

সাকিব আল হাসান এর আগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, ৫ জুলাই থেকে যা মাঠে গড়াবে।

সিরিজ স্থগিতের ফলে আফগান ক্রিকেটারদের জন্যও সুবিধা হয়েছে। তাদেরও অনেক তারকা ক্রিকেটার এলপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং এমএলসি-র বিভিন্ন দলে অংশ নেবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three