Image

দুই সেঞ্চুরিতে গলে উড়ছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই সেঞ্চুরিতে গলে উড়ছে বাংলাদেশ

দুই সেঞ্চুরিতে গলে উড়ছে বাংলাদেশ

দুই সেঞ্চুরিতে গলে উড়ছে বাংলাদেশ

গল টেস্টের প্রথম দিনে কেবল বাংলাদেশেরই রাজত্ব। নাজমুল হোসেন শান্তর পর মুশফিকুর রহিমও তুলে নিলেন সেঞ্চুরি। শান্তর টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির পর মুশফিকের ১২তম টেস্ট সেঞ্চুরি। দাপট দেখিয়ে গল টেস্টের প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। 

টপ অর্ডারের ৩ ব্যাটারকে দ্রুত হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরু, এরপর বাংলাদেশের দারুণ কামব্যাক। প্রথম সেশনে বাংলাদেশের ৯০/৩, পরের সেশনে কোনো উইকেট না হারিয়ে রান আসে আরও ৯২ রান। আর দিনের শেষ সেশনে শান্ত-মুশফিকের সেঞ্চুরি। 

গলে প্রথম সেশনে ৩ উইকেটে ৯০ রান তুলেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনের মতো শেষ সেশনেও কোন উইকেট পড়েনি। ৩ উইকেটে ১৮২ রান তুলে দিনের খেলা শেষ করে সফরকারী দল। দিনের শেষ সেশনে এসে দু'জনেই তুলে নেন দারুণ দুই সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত এসেছে ২০০ রান। 

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলো বাংলাদেশ। এমন পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে দারুণভাবে টেনে নিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

Details Bottom
Details ad One
Details Two
Details Three