আবার বাদ নাইম শেখ? হোয়াইটওয়াশ করেই পাকিস্তানকে ছাড়বে বাংলাদেশ
- 1
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের শক্তিশালী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা
- 2
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা
- 3
পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের
- 4
ভবিষ্যতের কথা চিন্তা করেই পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশের, তাই ৫ পরিবর্তন
- 5
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

আবার বাদ নাইম শেখ? হোয়াইটওয়াশ করেই পাকিস্তানকে ছাড়বে বাংলাদেশ
আবার বাদ নাইম শেখ? হোয়াইটওয়াশ করেই পাকিস্তানকে ছাড়বে বাংলাদেশ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। মিরপুর শের-ই-বাংলায় আজ শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের।
গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা।
পাকিস্তনের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি–টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টাইগারদের।
আগের ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন আনে। ওপেনার তানজিদ তামিমের জায়গায় ঢুকেন নাইম শেখ। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে জায়গায় বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে খেলানো। শরিফুল শেষ ম্যাচের একাদশেও জায়গা ধরে রাখবেন দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় নেন সর্বোচ্চ ৩ উইকেট।
তবে আবার বাদ পড়তে যাচ্ছেন মোহাম্মদ নাইম শেখ। তাহলে, পারভেজ ইমনের সাথে ওপেনিংয়ে দেখা মিলবে তানজিদ তামিমের। আগের ম্যাচে একাদশে ফেরা নাইমের ব্যাট থেকে ৭ বলে রান আসে কেবল ৩। স্বাভাবিকভাবেই তাই তামিমের দেখা মিলবে আজকের ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।