Image

বিসিসিআইয়ের আশা, অবসরের সিদ্ধান্ত বদলাবেন কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিসিআইয়ের আশা, অবসরের সিদ্ধান্ত বদলাবেন কোহলি

বিসিসিআইয়ের আশা, অবসরের সিদ্ধান্ত বদলাবেন কোহলি

বিসিসিআইয়ের আশা, অবসরের সিদ্ধান্ত বদলাবেন কোহলি

টেস্ট ক্রিকেট থেকে ভিরাট কোহলির সম্ভাব্য সরে দাঁড়ানোর খবরে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে শিগগিরই কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে বোর্ডের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি তাকে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার বিষয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।

এই আলোচনাটি ২৩ মে  অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট স্কোয়াড নির্বাচনের আগে হওয়ার কথা। যদিও নির্বাচনী বৈঠকের নির্দিষ্ট ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বিসিসিআই নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণার জন্য একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করছে। পাশাপাশি ইংল্যান্ড সফরের জন্য ‘ইন্ডিয়া এ’ স্কোয়াডও আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে।

বিসিসিআই আগেও রোহিত শর্মার মতো খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, রোহিতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার আগে এমন কারো সঙ্গেই আলোচনা হয়েছে, যিনি এবার কোহলির সঙ্গেও বৈঠকে বসবেন।

কোহলির সিদ্ধান্ত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা না গেলেও বোর্ড আশাবাদী যে, আলোচনার মাধ্যমে তাকে কিছুটা সময়ের জন্য হলেও টেস্ট ক্রিকেটে ধরে রাখা যাবে। বিশেষ করে যখন তার রানসংখ্যা ১০,০০০-এর কাছাকাছি বর্তমানে তার সংগ্রহ ৯,২৩০ রান, যা থেকে মাত্র ৭৭০ রান দূরে তিনি। ইতোমধ্যে তিনি ১২৩টি টেস্টে অংশ নিয়েছেন এবং ৬৮টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

প্রথমে ধারণা করা হয়েছিল, কোহলি শুধু ইংল্যান্ড সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে, তিনি হয়তো স্থায়ীভাবেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন। অথচ, এক সময় তিনিই টেস্ট ফরম্যাটকে পুনরুজ্জীবিত করার জন্য ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছিলেন।

সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম আলোচনায় থাকলেও, ইংল্যান্ডের মতো কঠিন সিরিজে অভিজ্ঞ কোহলির উপস্থিতি ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারত। যদিও ইংল্যান্ডে কোহলির পারফরম্যান্স খুব উজ্জ্বল নয়। ১৭ টেস্টে ১,০৯৬ রান, গড় ৩৩.২১, দুইটি শতক ও পাঁচটি অর্ধশতক।

Details Bottom