Image

আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত

আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত

আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত

যুদ্ধের আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চলমান আইপিএল ২০২৫-এর বাকি খেলাগুলি এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সময়সূচী এবং ভেন্যু সম্পর্কে আরও আপডেট পরে ঘোষণা করা হবে। 

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় ক্রিকেটার, কোচিং স্টাফসহ আইপিএলের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিতের জন্য টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। লিগ পর্বের ১২টিসহ মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে ২০২৫ আইপিএলের।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ বাতিলের পর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন আইপিএলের বাকি অংশ আদৌ অনুষ্ঠিত হবে কি না। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে পুরো টুর্নামেন্টই স্থগিত করা হলো।

ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে ক্রিকেটাঙ্গনে। পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পর পর হামলা চলছে। নিরাপত্তার খাতিরেই টুর্নামেন্ট স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।

Details Bottom