Image

দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা

দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা

দুবাইয়েও পিএসএল আয়োজন সম্ভব হচ্ছে না, তাই স্থগিত ঘোষণা

এক দিনের ব্যবধানে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল দশম আসরের বাকি আটটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

গত রাত ৩টায় পিএসএল কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। একদিন না যেতেই আবার বিপরীত ঘোষণা; ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে পিএসএল স্থগিত ঘোষণা করা হয়েছে। 

এ মৌসুমে পিএসএলের আর আটটি ম্যাচ বাকি আছে। পিসিবির মতো বিসিসিআইও বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে বাকি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল। এ ব্যাপারে ইসিবি বিসিসিআইকে জানিয়ে দেয়, পিসিবি এরই মধ্যে তাদের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে।

পিসিবি আজ তাদের বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘন্টায় সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি, ৭৮টি ড্রোনের আক্রমণ এবং ভারত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা দেখা গেছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three