এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
বিপিএলের টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসর হিসেবে পরিচিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টি শুরু হতে যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। এ সময় বাংলাদেশ জাতীয় দল থাকবে এশিয়া কাপের ব্যস্ততায়, তবে দেশের স্থানীয় ক্রিকেটাররা নিজেদের মেলে ধরবেন এনসিএল টি–টোয়েন্টির লড়াইয়ে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনসিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। টুর্নামেন্টে অংশ নেবে বিভিন্ন বিভাগের ক্রিকেটাররা।
এবারের এনসিএল টি–টোয়েন্টি আয়োজন করা হচ্ছে রাজশাহী, বগুড়া ও সিলেটে। রাজশাহীতে উদ্বোধনী দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ গত আসরের রানার্স–আপ ঢাকা মেট্রো। একই দিন দুপুর দেড়টায় বগুড়ার ভেন্যুতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও সিলেট।
প্রথম ছয় দিনের খেলা অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়। এরপর ২১ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় পর্ব, যেখানে টুর্নামেন্টের বাকি সব ম্যাচ আয়োজন করা হবে। আট দল নিয়ে আয়োজিত ৩২ ম্যাচের এ প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হবে ২৮ সেপ্টেম্বর। পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায়। একই দিন বিকেল ৫টায় শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার।
এনসিএল টি–টোয়েন্টির এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ফাইনালের সূচিও চূড়ান্ত করেছে বিসিবি। এলিমিনেটর ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে হারা দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১ অক্টোবর বিকেল ৫টায়। আর প্রায় তিন সপ্তাহব্যাপী এই আসরের পর্দা নামবে ৩ অক্টোবর। সেদিন বিকেল ৫টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
চলুন এক নজরে দেখে নেই এনসিএল টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি- ১৪ সেপ্টেম্বর – ৩ অক্টোবর ২০২৫
প্রথম পর্ব
১৪ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – রাজশাহী বনাম ঢাকা মেট্রো (রাজশাহী)
• দুপুর ১:৩০ – সিলেট বনাম রংপুর (বগুড়া)
১৫ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – ঢাকা বনাম বরিশাল (রাজশাহী)
• দুপুর ১:৩০ – খুলনা বনাম চট্টগ্রাম (রাজশাহী)
১৬ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – রাজশাহী বনাম খুলনা (রাজশাহী)
• দুপুর ১:৩০ – ঢাকা বনাম রংপুর (বগুড়া)
১৭ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – সিলেট বনাম বরিশাল (বগুড়া)
• দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম (রাজশাহী)
১৮ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – ঢাকা মেট্রো বনাম খুলনা (রাজশাহী)
• দুপুর ১:৩০ – ঢাকা বনাম সিলেট (বগুড়া)
১৯ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – রংপুর বনাম বরিশাল (বগুড়া)
• দুপুর ১:৩০ – রাজশাহী বনাম চট্টগ্রাম (রাজশাহী)
২১ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ১০:০০ – রাজশাহী বনাম ঢাকা (সিলেট)
• দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম সিলেট (সিলেট)
২২ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ১০:০০ – চট্টগ্রাম বনাম বরিশাল (সিলেট)
• দুপুর ২:০০ – খুলনা বনাম রংপুর (সিলেট)
২৩ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – রাজশাহী বনাম বরিশাল (সিলেট)
• দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম ঢাকা (সিলেট, আউটার)
২৪ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – চট্টগ্রাম বনাম রংপুর (সিলেট, আউটার)
• দুপুর ১:৩০ – খুলনা বনাম সিলেট (সিলেট, আউটার)
২৫ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ১০:০০ – রংপুর বনাম রাজশাহী (সিলেট, আউটার)
• দুপুর ২:০০ – ঢাকা মেট্রো বনাম বরিশাল (সিলেট, আউটার)
২৬ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ১০:০০ – চট্টগ্রাম বনাম সিলেট (সিলেট)
• দুপুর ২:০০ – খুলনা বনাম ঢাকা (সিলেট)
২৭ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – রাজশাহী বনাম বরিশাল (সিলেট, আউটার)
• দুপুর ১:৩০ – ঢাকা মেট্রো বনাম রংপুর (সিলেট, আউটার)
২৮ সেপ্টেম্বর ২০২৫
• সকাল ৯:৩০ – চট্টগ্রাম বনাম ঢাকা (সিলেট, আউটার)
• দুপুর ১:৩০ – খুলনা বনাম সিলেট (সিলেট, আউটার)
⸻
নকআউট পর্ব
৩০ সেপ্টেম্বর ২০২৫
• দুপুর ১২:৩০ – এলিমিনেটর (তৃতীয় বনাম চতুর্থ দল) (সিলেট)
• বিকেল ৫:০০ – প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয় দল) (সিলেট)
১ অক্টোবর ২০২৫
• বিকেল ৫:০০ – দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটর জয়ী বনাম কোয়ালিফায়ার–১ পরাজিত) (সিলেট)
৩ অক্টোবর ২০২৫
• বিকেল ৫:০০ – ফাইনাল ম্যাচ (সিলেট)