Image

কাল সকালে বাংলাদেশের ৫০০ হবে?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 2 ঘন্টা আগে
কাল সকালে বাংলাদেশের ৫০০ হবে?

কাল সকালে বাংলাদেশের ৫০০ হবে?

কাল সকালে বাংলাদেশের ৫০০ হবে?

৩৩৯ মিনিট ব্যাটিং করে প্যাভিলিয়নে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। সকালের শুরুতে অধিনায়ক শান্তকে হারানোর পর লিটন দাসকে নিয়ে দারুণ ব্যাটিং করেন মুশফিকুর রহিম। তবে মুহূর্তেই বাংলাদেশের ব্যাটিংয়ে ছন্দপতন, মুশফিক-লিটনের পর আউট জাকের আলি। দিনের খেলা শেষ হওয়ার আগে অপরাজিত হাসান মাহমুদ, নাহিদ রানা। 

গল টেস্টে দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ৯ উইকেটে ৪৮৪ রান। আলোকস্বল্পতায় আগেভাগে শেষ দিনের খেলা। 

এর আগে মুশফিকুর রহিম ১৬৩ ও লিটন দাস ৯০ রানে উইকেট হারিয়েছেন। জাকের আলি অনিক মিলান রত্নায়েকের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেন ৮ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three