হাসান মাহমুদকে প্রশংসা বন্যায় ভাসালেন করুণারত্নে
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

হাসান মাহমুদকে প্রশংসা বন্যায় ভাসালেন করুণারত্নে
হাসান মাহমুদকে প্রশংসা বন্যায় ভাসালেন করুণারত্নে
ব্যাটারদের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এগিয়ে শ্রীলঙ্কা। শুরুর দিনেই তিনশোর বেশি রান তাদের সংগ্রহে। কাল এই স্কোর পাহাড় উচ্চতায় নিয়ে যাওয়ায় চান্দিমাল-ধনঞ্জয়াদের লক্ষ্য। বাংলাদেশের বোলারদের সম্পর্কে বেশ ধারণা রাখা লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদকে নিয়ে রীতিমতো প্রশংসার সুবাস ছড়ালেন। অকপটেই স্বীকার করলেন, হাসান মাহমুদের সামনে তাদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা।
আজ সকালে সাকিবের পরিয়ে দেওয়া ক্যাপে হাসান মাহমুদের স্বপ্নের শুরু। ডানহাতি পেসার হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেও লাল বলের ক্রিকেটে দেশের হয়ে আজই প্রথম ম্যাচ খেলতে নামলেন। অভিষিক্ত হাসান মাহমুদ অবশ্য শুরুটা দারুণই করেছিলেন, ফিল্ডারদের ব্যর্থতায় শুরুতে মিস করেন দুই উইকেট।
তবে হাসানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ইনিংসের ৫৬ তম ওভারে হাসান মাহমুদ অ্যাকশনে আসতেই গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় দল। ৮৬ রানে থাকা লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ইনসাইড এজে হারিয়েছেন স্টাম্প। এই দিমুথই ম্যাচ শেষে হাসানকে ভাসালেন প্রশংসার বন্যায়,
'হাসানের বিপক্ষে এশিয়া কাপ ও ওয়ানডে সিরিজ খেলেছি। অনেক তরুণ ফাস্ট বোলার উঠে আসছে। এটা ভালো লক্ষণ। হাসান খুব ভালো বল করেছে। নতুন বলে ধারাবাহিকভাবে ভালো করে গেছে, ওপেনারদের কঠিন পরীক্ষা নিয়েছে।'
টেস্ট অভিষেকের দিনে এই; ১৭-৫-৬৪-২ বোলিং ফিগারই বলে দেয় হাসান মাহমুদ বল হাতে চট্টগ্রামে কতটা দুর্দান্ত ছিলেন।
দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপে পুড়েন কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে। ৯০ ওভার খেলা শ্রীলঙ্কা কেবল ৪ উইকেট হারিয়ে পেয়েছে ৩১৪ রান। চট্টগ্রাম টেস্টে নিজেদের অবস্থান জানাতে গিয়ে দিমুথ করুণারত্নে বলেন,
'অবশ্যই, আমরা খুশি। তিনশোরও বেশি রান প্রথম দিনেই, আবারো বড় একটা রান জড়ো করতে পারব। আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে আছি।'
বাংলাদেশ প্রিয় প্রতিপক্ষ কি না? এমন প্রশ্নের জবাবে দিমুথ, 'আমরা প্রায়ই বাংলাদেশ সফরে আসি। তাই জানি তাদের বোলাররা কেমন, পরিকল্পনা কেমন, আমাদের পরিকল্পনা কেমন হওয়া চাই। এ কারণেই হয়ত বাংলাদেশের বিপক্ষে সাফল্যের দেখা পাই।'