গ্যারি সোবার্সের ৫২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ক্রেইগ ব্র্যাথওয়েট
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

গ্যারি সোবার্সের ৫২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ক্রেইগ ব্র্যাথওয়েট
গ্যারি সোবার্সের ৫২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ক্রেইগ ব্র্যাথওয়েট
জ্যামাইকার স্যাবিনা পার্কে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস করতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসের সঙ্গী হলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ২০১৪ সালের ১৬ জুন টেস্ট অভিষেরকের পর থেকে এখন অব্দি টানা ৮৬ টি টেস্ট খেলতে নামলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টানা টেস্ট খেলার রেকর্ড এতদিন ছিল গ্যারি সোবার্সের দখলে। ১৯৫৫ থেকে ১৯৭২ সাল অব্দি টানা ৮৫ টি টেস্ট খেলেছিলেন সোবার্স। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সোবার্সকে ধরে ফেলেছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট, দ্বিতীয় টেস্টে এসে ছাড়িয়ে গেলেন তাঁকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টানা টেস্ট খেলার রেকর্ড-
১. ক্রেইগ ব্র্যাথওয়েট- ৮৬*
২. গ্যারি সোবার্স- ৮৫
৩. ডেসমন্ড হেইন্স- ৭২
৪. ব্রায়ান লারা- ৬৪
৫. রোহান কানহাই- ৬১
এখনো ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টানা টেস্ট খেলার রেকর্ড অস্ট্রেলিয়ার নাথান লায়নের। ২০১৩ থেকে ২০২৩ অব্দি টানা ১০০ টি ম্যাচ খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ঠিক ব্র্যাথওয়েটের সমান ৮৬ টি টেস্ট টানা খেলেছেন।
অবশ্য ২০০৬ থেকে ২০১৮ অব্দি টানা ১৫৯ টি টেস্ট খেলে সবচেয়ে বেশি টেস্ট টানা খেলার বিশ্বরেকর্ড ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের। তিনি পেছনে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে (১৯৭৯ থেকে ১৯৯৪ অব্দি টানা ১৫৩ টেস্ট)।
এই দুজন ছাড়া টানা ১০০ বা তার বেশি টানা টেস্ট খেলেছেন মার্ক ওয়াহ (১০৭), সুনীল গাভাস্কার (১০৬), ব্রেন্ডন ম্যাককুলাম (১০১) ও নাথান লায়ন।
সবচেয়ে বেশি টানা টেস্ট খেলার রেকর্ড-
১. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)- ১৫৯
২. অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)- ১৫৩
৩. মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)- ১০৭
৪. সুনীল গাভাস্কার (ভারত)- ১০৬
৫. ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড)- ১০১।