Image

মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই, যোগ দিচ্ছেন দ্রুতই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই, যোগ দিচ্ছেন দ্রুতই

মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই, যোগ দিচ্ছেন দ্রুতই

মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই, যোগ দিচ্ছেন দ্রুতই

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) দুর্দান্ত শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানের। চলমান আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে ২৯ রান খরচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। পরবর্তী ম্যাচেও ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন। 

নিজের খেলা ৩য় ও এখন অব্দি শেষ ম্যাচে ১ উইকেট পেলেও ছিলেন খরুচে। তবে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে বেগুনি রঙয়ের ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি) নিজের করে নিয়েছিলেন দ্য ফিজ। 

এরপরই হুট করে বাংলাদেশে আসতে হয় মুস্তাফিজুর রহমানকে। মূলত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফেরেন তিনি। 

যেকারণে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫ এপ্রিলের ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের তারকা এই পেসারের। সেই ম্যাচে মুস্তাফিজের অভাব অনুভব করেছে দলটি। 

মুস্তাফিজকে না পাওয়া নিয়ে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'কোন সন্দেহ নেই তাঁকে (মুস্তাফিজ) মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে (দলের সঙ্গে) নেই, তাই তাঁকে ব্যবহারের সুযোগও নেই।' 

তবে ফ্লেমিং বা চেন্নাইকে মুস্তাফিজকে আগামীকালের ম্যাচে মিস নাও করতে হতে পারে। কেননা ঘরের মাঠে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই পৌঁছে যেতে পারেন দ্য ফিজ। আজ (৭ এপ্রিল) চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবার কথা তাঁর। 

সবকিছু ঠিক থাকলে, মুস্তাফিজ ম্যাচের আগে পৌঁছে গেলে চিপকের উইকেটে মুস্তাফিজকে না খেলানোর কারণ নেই চেন্নাইয়ের। 

এমনিতে চলতি আইপিএলে মুস্তাফিজুর রহমানের নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া ৩০ এপ্রিল পর্যন্ত। ৮ এপ্রিলের ম্যাচ ছাড়াও মুস্তাফিজের সামনে থাকবে ১৪ এপ্রিল (বিপক্ষ মুম্বাই), ১৯ এপ্রিল (বিপক্ষ লখনৌ), ২৩ এপ্রিল (বিপক্ষ লখনৌ) ও ২৮ এপ্রিল (বিপক্ষ হায়দ্রাবাদ) ম্যাচে খেলার সুযোগ। 

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ সামনে রেখে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২৮ এপ্রিলের ম্যাচ শেষে দেশে ফিরবেন এই বাঁহাতি পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three