বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রুটকে ঘিরে হেইডেনের রসিক প্রতিশ্রুতি: সেঞ্চুরি না হলে এমসিজিতে নগ্ন হেঁটে যাবেন!
- 5
ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়

বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
বিসিএসএ'র নেতৃত্বে নতুন রূপ: গঠিত হলো দুই বছরের কার্যনির্বাহী কমিটি
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিএসএ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় সংগঠনটির আগামী দুই বছরের নেতৃত্ব।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সারফুদ্দিন আহমেদ (সাজু)। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিসিএসএ'র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী জামান সনেট ও আলতামিশ নাবিল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম কামরুল আলম রিপন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শিহাব আহসান খান। কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. রাফসানজানি রানা।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: সাজ্জাদুর রহমান শাওন, অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ।
নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে বিসিএসএ'র নেতৃত্বে থাকবে।