শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 43 মিনিট আগে
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
শ্রীলঙ্কা হেরেছিল বাংলাদেশের কাছে, পাকিস্তান হেরেছিল ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে ছিল জয় ছাড়া অন্য কিছু ভাবার অবস্থায় নয়। এমন সমীকরণে বেশিরভাগ অনুমান ছিল পাকিস্তান এগিয়ে থাকবে, তবে শ্রীলঙ্কাও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। বিশেষ করে বাংলাদেশ হারানো দলের কাছে পাকিস্তান হারলে বাংলাদেশের ফাইনাল পথ সহজ হতো।
কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের দাপটে পাকিস্তান ৫ উইকেটের জয়ে ম্যাচটি শেষ করে দেয় ১২ বল হাতে রেখেই। আর শ্রীলঙ্কা বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদির হাতে কুশল মেন্ডিস আউট হন রানের খাতা না খুলেই। দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কা (৮) ফেরেন আফ্রিদির শিকার হয়ে।
তিনে নামা কুশল পেরেরাকে (১৫) ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন হারিস রউফ। ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রানে পৌঁছায় শ্রীলঙ্কা।
এরপর হুসাইন তালাতের জোড়া আঘাতে চারিথ আসালাঙ্কা (২০) ও দাসুন শানাকা (০) ফেরালে লঙ্কানদের আরও ব্যাকফুটে ঠেলে দেয়। ৫৮ রানে পড়ে যায় পাঁচ উইকেট।
মাঝের ওভারগুলোতে কামিন্দু মেন্ডিস হাল ধরেন। প্রথমে হাসারাঙ্গাকে (১৫) সঙ্গে নিয়ে ২২ রানের, পরে করুণারত্নের (১৭*) সঙ্গে ৪৩ রানের জুটিতে স্কোরবোর্ডে কিছুটা লড়াকু সংগ্রহ দাঁড় করান তিনি।
৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন কামিন্দু। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা থামে ৮ উইকেটে ১৩৩ রানে।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট, তালাত ও রউফের ঝুলিতে ২টি করে উইকেট, ১টি উইকেট পান আবরার আহমেদ।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় সাহিবজাদা ফারহান ও ফখর জামান ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর মাহেশ থিকসানা দুই ওপেনারকে ফেরালে ছন্দপতন ঘটে।
ফারহান আউট হন ২৫ রানে, ফখর ফেরেন ১৭ রানে। এরপর হাসারাঙ্গা ফেরান সাইম আয়ুবকে (২) এবং সালমান আগাকে (৫)। পাকিস্তান তখন ৫০ রানেই হারিয়ে বসে ৪ উইকেট।
ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ হারিস ফিরলে পাকিস্তান পড়ে যায় চাপের মুখে, ৮০ রানে হারায় ৫ উইকেট। তবে সেখান থেকে হাল ধরেন হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ।
ছয় ও চারে সাজানো নওয়াজের ৩৮ রানের অপরাজিত ইনিংস এবং তালাতের ৩০ বলে ৩২ রানে গড়া জুটিতে পাকিস্তান তুলে নেয় জয়ের স্বস্তি।
শ্রীলঙ্কার পক্ষে থিকসানা ও হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট, ১টি পান চামিরা।
বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে মূল্যবান ৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন হুসাইন তালাত।
এই জয়ে পাকিস্তান টুর্নামেন্টে টিকে রইল, আর শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হলো সুপার ফোরেই।