এনসিএল টি-টোয়েন্টিতে প্রাইজমানি, কে কত টাকা পেলেন
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রুটকে ঘিরে হেইডেনের রসিক প্রতিশ্রুতি: সেঞ্চুরি না হলে এমসিজিতে নগ্ন হেঁটে যাবেন!
- 5
ফিল সল্টের ঝড়ো শতকে ইংল্যান্ডের রেকর্ড জয়

এনসিএল টি-টোয়েন্টিতে প্রাইজমানি, কে কত টাকা পেলেন
এনসিএল টি-টোয়েন্টিতে প্রাইজমানি, কে কত টাকা পেলেন
সদ্য ই শেষ হলো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ। অন্যদিকে সেরা বোলার রংপুরের আলাউদ্দিন বাবু। ব্যাটিং, বোলিং দুই দিকেই অবদান রেখে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন আবু হায়দার রনি। আর ফাইনালে অসাধারণ করে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
বিপিএলের মত মোটা অঙ্কের প্রাইজমানি নেই এনসিএলে। তবে চ্যাম্পিয়ন, রানারআপ সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরস্কার। কি পরিমাণ প্রাইজমানি থাকছে তা বিসিবি আগেই এনসিএলের ফেসবুক পেইজে জানিয়েছিলো।
চ্যাম্পিয়ন দল হিসাবে রংপুর পেয়েছে ২০ লাখ টাকার প্রাইজমানি। রানার আপ দল ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আবু হায়দার রনি পেয়েছেন ১ লাখ টাকা।
আসরের সেরা ব্যাটার নাইম শেখ পেয়েছেন ৫০ হাজার টাকা। ১০ ম্যাচে ৩১.৬০ গড় এবং ১৩৫.০৭ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান করেছেন তিনি। ৯ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সেরা বোলার আলাউদ্দিন বাবু পেয়েছেন ৫০ হাজার টাকা। ঢাকা মেট্রোর বিপক্ষে ফাইনালে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার ২০ হাজার টাকা পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।