Image

কোলকাতার টানা ৩ জয়, রানের পাহাড়ে চাপা পড়ল দিল্লি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কোলকাতার টানা ৩ জয়, রানের পাহাড়ে চাপা পড়ল দিল্লি

কোলকাতার টানা ৩ জয়, রানের পাহাড়ে চাপা পড়ল দিল্লি

কোলকাতার টানা ৩ জয়, রানের পাহাড়ে চাপা পড়ল দিল্লি

বিশাখাপত্তনামে দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নামা কোলকাতা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮তম ওভার চলতে গুটিয়ে যায় দিল্লি। কোলকাতার হয়ে ৩৯ বলে ৮৫ রান নেওয়া সুনীল নারাইন জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এ জয়ে টানা ৩ ম্যাচে অপরাজিত রইল শ্রেয়াস আইয়ারের দল। 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কোলকাতার কাছে ধরা দেয় সৌভাগ্য হয়ে। নারাইনের সাথে ফিল সল্ট মিলে শুরুতেই রান করার আভাস দিতে থাকেন। পঞ্চম ওভার চলতে বিদায় নেন সল্ট, ততক্ষণে দলীয় রান পৌঁছে গেছে ৬০ এ। ১২ বলে ১৮ রানে সল্ট বিদায় নিলেও, নারাইন ছিলেন তখনো। 

অংক্রিশ রাঘুবংশীকে সাথে নিয়ে ১০৪ রানের জুটি করেন নারাইন। চার ও ছক্কায় দিল্লির স্টেডিয়াম ভারি হয়ে ওঠে। দলীয় ১৬৪ রানে বিদায় নেন নারাইন। তখন কেবল চলছে ১৩তম ওভারের খেলা। ৩৯ বলে ৮৫ রান ছিল এই উইন্ডিজ ব্যাটারের সংগ্রহ। যা ছিল ৭ টি চার ও ৭ টি ছক্কার মিশেল। 

অংক্রিশ অবশ্য আর থাকেননি বেশিক্ষণ। ২৭ বলে ৫৪ করে বিদায় নিয়েছেন আনরিখ নরকিয়ার শিকার হয়ে। আন্দ্রে রাসেল আজকেও ঝড় তুলেছেন, ঝড় তুলেছেন রিংকু সিং। দুইশো ছাড়ানো কোলকাতা ছুটতে থাকে আরো বড় কিছুর পানে। রাসেলের ব্যাটে ১৯ বলে ৪১ রান আসে। অন্যদিকে রিংকুর ব্যাটে আসে ৮ বলে ২৬ টি রান। সব ব্যাটারের এমন ইম্প্যাক্ট ইনিংসে কোলকাতা থামে ২৭২ রানে। 

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে রান তোলার তাড়া দেখায় দিল্লি। কিন্তু দলীয় ২১ রানে প্রথম উইকেট, প্রিথবি শ ফেরার পর নড়বড়ে হয়ে যায় ব্যাটিং লাইনআপ। দলীয় ২৬, ২৭ ও ৩৩ রানে একে একে ফিরেছেন; মিচেল মার্শ, অভিষেক পোরেল ও ডেভিড ওয়ার্নার। 

রিশাপ পান্ট ও ত্রিস্টান স্টাবস মিলে হাল ধরার চেষ্টা করেন। তবে সে চেষ্টা খুব বেশি কাজে লাগেনি। বড় লক্ষ্যে কেবল ব্যবধান কমিয়েছে। দুজনেই ফিফটি হাঁকিয়েছেন। দুই ব্যাটারই ফিরেছেন ভারুন চক্রবর্তীর শিকার হয়ে। পান্ট ২৫ বলে ৫৫ রানে এবং স্টাবস ৩২ বলে ৫৪ রানে আউট হন। 

পরবর্তী ব্যাটাররা সবাই ফিরেছেন এক ডিজিটে। দলে ১৭.২ ওভারে ১৬৬ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। 

কোলকাতার পক্ষে বৈভব অরোরা ও ভারুন চক্রবর্তী, দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three