প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল তাইজুল
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ

প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল তাইজুল
প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল তাইজুল
আজ সিলেট টেস্টের চতুর্থ দিন। সকালের সেশনের প্রথম ঘণ্টায় শ্রীলঙ্কার সাফল্য কেবল নাইটওয়াচ ম্যান তাইজুল ইসলামের উইকেট। দলীয় ৫১ রানে ৬ষ্ঠ উইকেট খুইয়ে বড় হারের শঙ্কায় বাংলাদেশ। তখনই মুমিনুল হকের সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। সহজাত ব্যাটিংয়েই রান বাড়ান দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল, আরেক পাশে তাকে ভরসা দিয়ে যান মিরাজ।
প্রথম ১ ঘণ্টায় ১ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৩৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে টাইগারদের সংগ্রহ ৮৪। অভিজ্ঞ মুমিনুল হক ২৮ ও মেহেদী মিরাজ নামের পাশে ১৪ রান নিয়ে ব্যাট করছেন। টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৪২৭ রান।
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক।
প্রথম বলে ছয় হাঁকাতে গিয়ে আবারো গোল্ডেন ডাকের শিকার লিটন। এর আগে অধিনায়ক শান্ত অফস্টাম্পের বাইরের নির্বিষ এক বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ। গত কালের শেষ বিকালে বাংলাদেশের হারানো এই দুই উইকেটই বলে দেয় টাইগার ব্যাটারদের ব্যর্থতার পুরো গল্প।
৩৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে। ৭ রানে থাকা মুমিনুল হকের সাথে ৬ রান নিয়ে অপরাজিত থাকেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা তাইজুল আগের দিনের ৬ রানে থেকেই আজ হারিয়েছেন উইকেট। কাসুন রাজিথার আবেদনে অনফিল্ড আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট জানিয়ে দেন। রিভিউ চ্যালেঞ্জ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তাইজুল।