টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন ভিরাট কোহলিও!
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন ভিরাট কোহলিও!
টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন ভিরাট কোহলিও!
দিনকয়েক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন রোহিত শর্মা। একই পথে হাটছেন আরেক তারকা ক্রিকেটার ভিরাট কোহলিও। ভারতীয় গণমাধ্যমের খবর, বিসিসিআই (দু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর কাছে ভিরাট কোহলি জানিয়েছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান।
২০ জুন থেকে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে। এই সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকার কথা কোহলির। সেটা জেনেই কোহলি বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
ভিরাট কোহলির ইচ্ছা বিসিসিআই মেনে নিলে, বা সাবেক এই অধিনায়ক নিজের সিদ্ধান্ত থেকে সরে না আসলে যবনিকা হবে এক বর্নাঢ্য টেস্ট ক্যারিয়ারের।
ভারতের হয়ে ১২৩ টেস্টের ২১০ ইনিংসে ব্যাট করেছেন আধুনিক ক্রিকেটের এই মহাতারকা। ৪৬.৮৫ গড়ে রান করেছেন ৯২৩০। ৩১ ফিফটির সাথে আছে ৩০ সেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান।
ক্যারিয়ার দারুণ হলেও সাম্প্রতিক সময়ে ভিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। পার্থে ১০০* রানের ইনিংস খেলার পর ৭ ইনিংসেও ফিফটির দেখা পাননি। পার্থের ঐ সেঞ্চুরির ১৫ ইনিংস আগে ছিল আরেক সেঞ্চুরি।
তবে অভিজ্ঞতা বিবেচনায় কোহলিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলানোর অভিপ্রায় ভারতীয় নির্বাচকদের। যেখানে নতুন অধিনায়কের অধীনে নতুন করে খেলতে শুরু করবে দল। রোহিত শর্মা নেই, রবিচন্দ্রন অশ্বিন নেই। ফর্মের কারণে চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানেরা নেই। রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ ছাড়া সিনিয়র বলতে ছিলেন ভিরাট কোহলিই।
লম্বা সময় ধরে ভারতের লিডারশিপ গ্রুপের অংশ ছিলেন ভিরাট কোহলি। রোহিত শর্মা দায়িত্ব নেবার আগে ভারতকে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি জিতিয়েছেন ৪০ টিতে। মাত্র ১৭ টেস্টে হারা কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক।