Image

চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি, কোহলি গড়লেন রেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি, কোহলি গড়লেন রেকর্ড

চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি, কোহলি গড়লেন রেকর্ড

চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি, কোহলি গড়লেন রেকর্ড

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান হিসেবে নাম উঠল ভিরাট কোহলির। একইসাথে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি এখন কোহলির ঝুলিতে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ৬৭ বলে সেঞ্চুরি করা কোহলি অপরাজিত ছিলেন ১১৩ রানে। পুরো ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানে থামে বেঙ্গালুরু। 

কোহলির সামনে রেকর্ডের দুয়ার সবসময় খোলা থাকে। তা আরেকবার প্রমাণ করলেন তিনি৷ ব্যাট হাতে স্বমহিমায় উজ্জ্বল এই ভারতীয় এবার সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন রাজস্থানের বিপক্ষে।

মাত্র ৬৭ বলের সে সেঞ্চুরির উপর ভর দিয়ে লড়াই করার মতো সংগ্রহ তুলেছে বেঙ্গালুরু। তার অপরাজিত ১১৩ রানের ইনিংসে ছিল ১২ টি চার ও ৪ টি ছয়ের মার। এই ইনিংসের মাধ্যমে আইপিএলে ৮ টি সেঞ্চুরির মালিক বনে গেলেন কোহলি। যা এর আগে কোনো ব্যাটসম্যান করেনি। 

অতীতে তাকালে দেখা যায় আইপিএলে ২০১৬ সালে ৪ টি সেঞ্চুরি করেন কোহলি। এছাড়াও ২০১৯ সালে ১ টি, ২০২৩ সালে ২ টি শতক হাঁকিয়েছেন এই ব্যাটার। আজ জয়পুরে অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এই পারফরম্যান্স সত্যি আশা জাগাবে ভারতীয় দর্শকদের মনে। 

এর আগে জয়পুরে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ৩৯ রান। যা আজ সেঞ্চুরি দিয়ে পেরিয়েছেন কোহলি। মোট ২৩৯ টি আইপিএল ম্যাচ খেলে ৮ টি সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন ক্রিস গেইল ও জশ বাটলার। গেইলের ৭ টি এবং বাটলারের ব্যাটে এসেছে ৫ টি সেঞ্চুরি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three