এলপিএলে রান বন্যার ম্যাচে খরুচে শরিফুল, জিতেছে দল ক্যান্ডি ফ্যালকন্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এলপিএলে রান বন্যার ম্যাচে খরুচে শরিফুল, জিতেছে দল ক্যান্ডি ফ্যালকন্স

এলপিএলে রান বন্যার ম্যাচে খরুচে শরিফুল, জিতেছে দল ক্যান্ডি ফ্যালকন্স

এলপিএলে রান বন্যার ম্যাচে খরুচে শরিফুল, জিতেছে দল ক্যান্ডি ফ্যালকন্স

এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) ২০২৪ এ আজ জাফনা কিংস ও ক্যান্ডি ফ্যালকন্স ম্যাচে হয়েছে রানের বন্যা। দুই দল মিলে ৩৮.২ ওভারে রান করেছে ৪৫৪। বল হাতে খরুচে থাকলেও শরিফুল ইসলাম দিন শেষে জয়ী দলে। 

রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করে ক্যান্ডি ফ্যালকন্স। 

জাফনা কিংসের হয়ে ওপেন করতে নেমে দাপুটে সেঞ্চুরি করেন পাথুম নিসাঙ্কা। ৫৯ বলে ১৬ চার ও ৪ ছয়ে ১১৯ রান করেন তিনি। ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে রান করেন রাইলি রুশো (১৮ বলে ৪১), আভিষ্কা ফার্নান্দো (৭ বলে ১৬), ফ্যাবিয়ান অ্যালেন (৫ বলে ১০*)। 

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান স্কোরবোর্ডে জমা করে জাফনা কিংস। ক্যান্ডি ফ্যালকন্সের পক্ষে ৩ উইকেট নেন দাসুন শানাকা। ২ টি করে শিকার দুশমান্থ চামিরা ও রমেশ মেন্ডিসের। ৩ ওভার বল করে ৪৭ রান খরচ করা ক্যান্ডি ফ্যালকন্সের একমাত্র বাংলাদেশি শরীফুল ইসলাম কোন উইকেট পাননি। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ক্যান্ডি ফ্যালকন্সের দুই ওপেনারই ছিলেন মারমুখী। দীনেশ চান্দিমাল ৩৭ বলে ৮ চার ও ৭ ছয়ে ৮৯ রান করে আউট হন। ৬ বলে ১৩ রান করে আউট হন আন্দ্রে ফ্লেচার।

কামিন্দু মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। কামিন্দু মেন্ডিস ৩৬ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৫ রান করে অপরাজিত থাকেন, ১৩ বলে ২ টি করে চার ও ছয়ে ২৯ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস। 

১০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্যান্ডি ফ্যালকন্স। ম্যাচসেরা হন দীনেশ চান্দিমাল।