হ্যাটট্রিকের পর উদযাপন না করার 'ঘটনা' বললেন কামিন্স
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
-
5
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
হ্যাটট্রিকের পর উদযাপন না করার 'ঘটনা' বললেন কামিন্স
হ্যাটট্রিকের পর উদযাপন না করার 'ঘটনা' বললেন কামিন্স
বাংলাদেশ ম্যাচে প্যাট কামিন্সের হ্যাটট্রিক, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সপ্তম হ্যাটট্রিক। বিশ্বকাপে ব্রেট লির পর কামিন্সই হলেন দ্বিতীয় অজি বোলার, তাও আবার সেই বাংলাদেশের বিপক্ষেই। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক, সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপে। অথচ, তাওহীদ হৃদয়ের উইকেট শিকারের আগে কামিন্স জানতেনই না তিনি হ্যাটট্রিকের জন্য বল করতে যাচ্ছেন। স্টয়নিস তাকে হ্যাটট্রিকের পর মনে করিয়ে দিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ৭ হ্যাটট্রিকের ২ টিই বাংলাদেশের বিপক্ষে। আর এই দুইবারই টাইগার ব্যাটাররা লজ্জায় ডুবল অস্ট্রেলিয়ার পেসারদের সামনে। আজ অ্যান্টিগাতে প্যাট কামিন্সকে পরপর ৩ বলে উইকেট দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়। নিজের তৃতীয় ওভারের শেষ দুই ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরান রিয়াদ ও মেহেদীকে। এরপর ইনিংসের শেষ ওভারে অ্যাকশনে এসে প্রথম বলেই বিদায় করেন তাওহীদ হৃদয়কে।
আর তাতেই কামিন্সের নাম লেখা হয়ে গেল বিশ্বকাপের রেকর্ড বইয়ে। তার পেসের কল্যাণেই এবারের বিশ্বকাপ দেখল প্রথম কোনো হ্যাটট্রিক। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৪০ রানে। হ্যাটট্রিকের আনন্দে আরও উদযাপন করতে পারতেন? সংবাদ সম্মেলনে এসে বললেন,
'আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি বিষয়টা স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে বিষয়টা বেমালুম ভুলে গেলাম। আমার মনে হয় স্টয়নিস দৌড়ে এসে উদযাপন করল। হ্যাঁ ভালো লাগল।'
বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে সুপার এইট পর্ব শুরু। অস্ট্রেলিয়ার বাকি পথে খেলতে হবে ভারত ও আফগানিস্তানের সঙ্গে। এ জয়ের ফলে রান রেটে অজিরা দিয়েছে বড় লাফ, ভারতকে টপকে তারা এখন শীর্ষে। জয়ে খুশি কামিন্স জানালেন,
'আমাদের যা যা করা সম্ভব ছিল সম্ভবত আমরা সবকিছুই করতে পেরেছি। আজকে আমার মনে হয় খুবই পরিপাটি পারফরম্যান্স ছিল। ২ পয়েন্ট পাওয়ার সাথে রান রেটও, ভালো ব্যাপার। এখনও পর্যন্ত আমরা ১২ বা ১৩ জন ক্রিকেটারকে ব্যবহার করেছি যারা নিজেদের ভূমিকাটা পালন করেছে, সেখান থেকে তারা আত্মবিশ্বাস খুঁজে নিতে পারবে চাইলে। আমার মনে হয় আমরা ভালো অবস্থানে রয়েছি।'
