উইমেন্স এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                উইমেন্স এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?
উইমেন্স এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?
১৯ জুলাই থেকে শুরু হচ্ছে আইসিসি উইমেনস টি টোয়েন্টি এশিয়াকাপ। চলবে ২৮ তারিখ পর্যন্ত। মঙ্গলবার প্রকাশিত হয়েছে মেয়েদের এশিয়া কাপের বিস্তারিত সময়সূচি।
১৯ জুলাই বেলা আড়াইটায় সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। একই দিনে সন্ধা সাড়ে সাতটায় রয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচ। এ বার মেয়েদের এশিয়া কাপ পুরোটাই হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়।
এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের রয়েছে মোট ৩ টি ম্যাচ। ২০ জুলাই সন্ধা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার বিপক্ষে, ২২ জুলাই সন্ধা সাড়ে সাতটায় থাইল্যান্ডের বিপক্ষে, ও ২৪ জুলাই দুপুর আড়াইটায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এবারের এশিয়াকাপে আটটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্রুপে।  বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা,তাইল্যান্ড এবং মালয়েশিয়া। অন্য গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং নেপাল।  
 
দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। দু’টি সেমিফাইনালই হবে ২৬ জুলাই। ফাইনাল ২৮ জুলাই। 
এশিয়াকাপে বাংলাদেশের মেয়েদের রয়েছে সোনালী ইতিহাস। ২০১৮ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাঘিনীরা।
