নেপালের সামনে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পন
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
নেপালের সামনে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পন
নেপালের সামনে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পন
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। টাইগারদের সামনে সমীকরণ বেশ সহজ- জিতলেই সুপার এইট নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে অবশ্য ব্যাটিং ব্যর্থতা উপহার দিয়েছে টাইগার ব্যাটাররা।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আরনোস ভ্যালে গ্রাউন্ডে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। বাংলাদেশ নামে একাদশে কোন পরিবর্তন না নিয়ে।
ইনিংসের প্রথম বলেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। সোমপাল কামির বলে তাকেই ক্যাচ তুলে দেন তামিম। তিনে নেমে ৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল খেলে দীপেন্দ্র সিং আইরির বলে বোল্ড হন তিনি।
লিটন দাসও এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি, ১২ বল খেলে ১ চারে করেন কেবল ১০ রান। বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা তাওহীদ হৃদয় ২ অঙ্ক স্পর্শ করতে ব্যর্থ, আউট হন ৭ বলে ৯ রান করে। ৩০ রানেই সাজঘরে ৪ বাংলাদেশ ব্যাটার।
সেখান থেকে দল এগিয়ে যাচ্ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে। তবে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পরেন রিয়াদ। ১৩ বলে ২ চারে ১৩ রান করেন তিনি।
এরপর সাকিব আল হাসানও টেকেননি বেশিক্ষণ। ২২ বল খেলে ২ চারে দলীয় সর্বোচ্চ ১৭ রান করে আউট হন তিনি। এরপর দুই অঙ্ক স্পর্শ করেন জাকের আলি অনিক (১২) ও রিশাদ হোসেন (১৩)।
শেষমেশ ১৯.৩ ওভারে ১০৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। শেষ উইকেটে ১৮ রান যোগ করে বাংলাদেশকে ১০০ পার করান তাসকিন আহমেদ (১২*) ও মুস্তাফিজুর রহমান (৩)।
বাংলাদেশকে ১০৬ রানে গুটিয়ে দিতে ২ টি করে উইকেট নেন সোমপাল কামি, দীপেন্দ্র সিং আইরি, রোহিত পডেল ও স্বন্দ্বীপ লামিচানে।
