অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড ঘোষণা, ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড ঘোষণা, ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক
অস্ট্রেলিয়া সফরের জন্য এইচপি স্কোয়াড ঘোষণা, ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক
আজ (১০ জুলাই) মিরপুর একাডেমি প্রাঙ্গনে আনুষ্ঠানিক ফটোসেশন হল অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত এইচপি (হাই পারফরম্যান্স) দলের ক্রিকেটারদের। ১৩ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে ৩ ফরম্যাটের সিরিজ। এই সফরের জন্য ৩ ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
৪ দিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন মাহমুদুল হাসান জয়, তাঁর ডেপুটি হিসাবে থাকবেন শাহাদাত হোসেন দিপু। একদিনের ম্যাচের জন্য অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব, ডেপুটি আকবর আলি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে থাকবেন আকবর আলি, সহ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ এইচপি স্কোয়াড-
চারদিনের ম্যাচের স্কোয়াড- সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহ অধিনায়ক), আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে স্কোয়াড- তানজিদ হাসান তামিম, জিশান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (সহ অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।
টি-টোয়েন্টি স্কোয়াড- তানজিদ হাসান তামিম, জিশান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহ অধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল, মারুফ মৃধা।
বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের সূচি-
এইচপি দল অস্ট্রেলিয়ায় পৌঁছাবে- ১৪ জুলাই
১ম চারদিনের ম্যাচ- বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহীনস, ১৯-২২ জুলাই
২য় চারদিনের ম্যাচ- বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহীনস, ২৬-২৯ জুলাই
১ম একদিনের ম্যাচ- নর্দার্ন টেরিটরি বনাম বাংলাদেশ এইচপি, ১ আগস্ট
২য় একদিনের ম্যাচ- বাংলাদেশ এইচপি বনাম পাকিস্তান শাহীনস, ৬ আগস্ট
১ম টি-টোয়েন্টি- বাংলাদেশ এইচপি বনাম মেলবোর্ন রেনেগেডস, গার্ডেন্স ওভাল, ১১ আগস্ট
২য় টি-টোয়েন্টি- তাসমানিয়া বনাম বাংলাদেশ এইচপি, টিআইও স্টেডিয়াম, ১২ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম বাংলাদেশ এইচপি, ডিএক্সসি অ্যারেনা, ১৪ আগস্ট
৪র্থ টি-টোয়েন্টি- এসিটি কমেটস বনাম বাংলাদেশ এইচপি, টিআইও স্টেডিয়াম, ১৫ আগস্ট
৫ম টি-টোয়েন্টি- পাকিস্তান শাহীনস বনাম বাংলাদেশ এইচপি, টিআইও স্টেডিয়াম, ১৬ আগস্ট
৬ষ্ঠ টি-টোয়েন্টি- বাংলাদেশ এইচপি বনাম পার্থ স্কর্চার্স, টিআইও স্টেডিয়াম, ১৭ আগস্ট
দুই সেমিফাইনাল ও ফাইনাল- ১৮ আগস্ট
বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়া ত্যাগ করবে- ১৯ আগস্ট।
