Image

আইপিএল স্থগিত, তবুও চলছে গুজরাট টাইটান্স দলের অনুশীলন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল স্থগিত, তবুও চলছে গুজরাট টাইটান্স দলের অনুশীলন

আইপিএল স্থগিত, তবুও চলছে গুজরাট টাইটান্স দলের অনুশীলন

আইপিএল স্থগিত, তবুও চলছে গুজরাট টাইটান্স দলের অনুশীলন

দেশজুড়ে উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হলেও থেমে নেই গুজরাট টাইটান্সের প্রস্তুতি। প্রতিদিন নিজেদের ঘরের মাঠে নিয়ম করে অনুশীলনে নামছেন খেলোয়াড়রা, যেন যে কোনো সময় শুরু হলে প্রস্তুত থাকতে পারেন।

টুর্নামেন্ট বন্ধের পর অধিকাংশ দলের খেলোয়াড়েরা ছুটে গেছেন নিজ নিজ দেশে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ ফিরে গেছেন আগেভাগেই। তবে গুজরাটের বেশিরভাগ সদস্য এখনো অবস্থান করছেন আহমেদাবাদে। এ থেকেই বোঝা যায়, দলটির লক্ষ্য ও মনোযোগ কতটা স্থির।

বিপরীত দিকে, শুক্রবার টুর্নামেন্ট বন্ধের ঘোষণার ঠিক পরদিনই আসে যুদ্ধবিরতির সংবাদ। এরপর ভারতীয় বোর্ড দ্রুতই মাঠে খেলা ফেরাতে উদ্যোগ নেয়। শোনা যাচ্ছে, খুব শিগগিরই—হয়তো এই সপ্তাহের শেষ দিকেই—আসর আবার মাঠে গড়াতে পারে।

এই বিরতির আগপর্যন্ত দারুণ ফর্মে রয়েছে গুজরাট। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১৬ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুরু। গুজরাটের হাতে এখনো তিনটি ম্যাচ বাকি, যার মধ্যে দুটি তাদের হোম গ্রাউন্ডে।

ব্যক্তিগত নৈপুণ্যে দলটির পারফরমাররাও আছেন আলোচনার কেন্দ্রে। সাই সুদার্শান ও শুবমান গিল নিয়মিত রান তুলেছেন, প্রায় সমান সংখ্যক রান নিয়ে তারা রয়েছেন শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায়। বোলিংয়ে প্রাসিধ কৃষ্ণা তুলে নিয়েছেন ২০টি উইকেট, যা তাকে নিয়ে গেছে শীর্ষ উইকেটশিকারীদের কাতারে।

গুজরাটের এই অবিচল প্রস্তুতি স্পষ্ট করছে—বিরতির পর যদি টুর্নামেন্ট মাঠে ফেরে, তারা তৈরি একঝাঁক আত্মবিশ্বাস নিয়ে। বাকিদের মতো বিশ্রামে নয়, তারা যেন খেলায় ফেরার প্রতীক্ষায় দিন গুনছে মাঠেই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three