৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 4
পাকিস্তান সফরে 'যাবে' বাংলাদেশ দল
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
ভারত-পাকিস্তান অস্থিরতা কেটেছে, আবারও মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। স্থগিত হওয়া আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৫ এর বাকি অংশ শুরুর দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বিস্তৃত পরামর্শ এবং সব গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলোচনা শেষে বোর্ড বাকি মৌসুম চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মোট ১৭টি ম্যাচ ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ১৭ মে ২০২৫ থেকে এবং শেষ হবে ৩ জুন ২০২৫ ফাইনাল ম্যাচের মাধ্যমে। পুনঃনির্ধারিত সূচিতে দুটি ডাবল হেডার রয়েছে, যা দুটি রবিবার অনুষ্ঠিত হবে।
প্লে-অফের সূচি নিম্নরূপ:
· কোয়ালিফায়ার ১ – ২৯ মে
· এলিমিনেটর – ৩০ মে
· কোয়ালিফায়ার ২ – ১ জুন
· ফাইনাল – ৩ জুন
প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আইপিএলের পরিবর্তিত সূচি- (৬ ভেন্যু, ২ ডাবল হেডার)
১৭ মে-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কোলকাতা নাইট রাইডার্স- বেঙ্গালুরু
১৮ মে-
রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস- জয়পুর
দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স- দিল্লি
১৯ মে-
লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ- লখনৌ
২০ মে-
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস- দিল্লি
২১ মে-
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস- মুম্বাই
২২ মে-
গুজরাট টাইটান্স বনাম লখনৌ সুপার জায়ান্টস- আহমেদাবাদ
২৩ মে-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ- বেঙ্গালুরু
২৪ মে-
পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস- জয়পুর
২৫ মে-
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস- আহমেদাবাদ
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কোলকাতা নাইট রাইডার্স- দিল্লি
২৬ মে-
পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স- জয়পুর
২৭ মে-
লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- লখনৌ
প্লে-অফের সূচি নিম্নরূপ:
· কোয়ালিফায়ার ১ – ২৯ মে
· এলিমিনেটর – ৩০ মে
· কোয়ালিফায়ার ২ – ১ জুন
· ফাইনাল – ৩ জুন।