বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে

বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে

বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে

পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ নিয়ে এক মাস আগেও ছিল অনিশ্চয়তা, কিন্তু এবার পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) স্থগিতের সিদ্ধান্ত সত্ত্বেও অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে দেখা যাবে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে যেসব ক্রিকেটার এনওসি পেয়েছিলেন, তারা নির্ধারিত সময় অনুযায়ী বিগ ব্যাশে অংশ নিতে পারবেন। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে বলেনি, এই ছাড় শুধু বিগ ব্যাশের জন্য নাকি অন্যান্য বিদেশি লিগেও প্রযোজ্য হবে। তবে বৈধ চুক্তি ও অনুমতি থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে নিয়মের কিছু ব্যতিক্রম করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশের এবারের আসর। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। তাই পাকিস্তানি ক্রিকেটারদের যদি সব লিগে খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে বিপিএলেও দেখা যেতে পারে তাদের।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইএলটি-টোয়েন্টিতেও আগ্রহ দেখাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নিলামের সংক্ষিপ্ত তালিকায় ইতিমধ্যেই জায়গা পেয়েছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকারা।

বিগ ব্যাশের এই মৌসুমে পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহও চোখে পড়ার মতো। বাবর আজমকে নিয়েছে সিডনি সিক্সার্স, যারা তাঁর নামে তৈরি করেছে বিশেষ ফ্যান জোন ‘বাবরিস্তান’। শাহিন শাহ আফ্রিদি খেলবেন ব্রিসবেন হিটে, মোহাম্মদ রিজওয়ান মেলবোর্ন রেনেগেডসে, হারিস রউফ মেলবোর্ন স্টারসে আর শাদাব খানকে দেখা যাবে সিডনি থান্ডারে।

এমন আয়োজন প্রমাণ করছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগগুলোতে এখনো পাকিস্তানের তারকারা কতটা চাহিদাসম্পন্ন যদিও তাদের পথচলা মাঝে মাঝে জটিল প্রশাসনিক সিদ্ধান্তে আটকে যায়।