ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
3
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
4
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
ভারতের ইন্দোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে আসা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের খাজরানা রোড এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেল থেকে কাছের এক ক্যাফেতে হাঁটতে যাচ্ছিলেন দুই ক্রিকেটার। এ সময় মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং অশালীন আচরণ করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই দুই খেলোয়াড় দলীয় নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে জানান। তিনি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে সহায়তা পাঠান।
অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তা সিমন্স পরে এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) ৭৪ ধারা (নারীর শ্লীলতাহানি) ও ৭৮ ধারা (পিছু নেওয়া বা স্টকিং)-তে মামলা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আকিল খান। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে। সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীর দেওয়া মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়।
অস্ট্রেলিয়া নারী দল বর্তমানে ইন্দোরের র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছে।
